সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে মো. শাহিন আলী নামে এক মৎস্যচাষির পুকুর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তাসহ মাছ চাষের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ভুক্তভোগি ওই মাছচাষি। তিনি উপজেলার গগনবাড়িয়া এলাকার মৃত জয়েন সরদারের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৭ মার্চ চুনিয়াপাড়া এলাকায় ১৩ বিঘা জমির পুকুর ৩ বছর মেয়াদে লিজ নেন। কিন্তু গত ১২ অক্টোবর স্থানীয় ১৪-১৫ জন ব্যক্তি সেই পুকুর দখলের চেষ্টা চালায়। পরে তারা তাকে নানা হুমকি দেয়।

1

এ ব্যাপারে অভিযুক্ত জামান হোসেন বলেন, 'তারা ১৫-১৬ বছর ধরে জোর করে ৯০ শতক লিজ নিয়ে ব্যক্তি মালিকানার জমিসহ ২০ বিঘা জমি দখলে রেখেছিল। সেগুলো আমরা উদ্ধার করেছি।'

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, 'ঘটনাটির তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি। উভয়পক্ষকেও সমাধানের জন্য বলেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে