আবাসিক হলে গুণগত মানোন্নয়ন ও খাবারের মান যাচাই করতে শিক্ষার্থীদের সঙ্গে বসে খাবার খেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। গত শনিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় শহীদ মুখতার ইলাহী হলের খাবার খান তিনি। এ সময় উপাচার্যের সঙ্গে খাবার খেয়েছেন প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টবডি।
হলে খাবার খাওয়ার পূর্বে বিশ্ববিদ্যালয় অন্য দুটি হল পরিদর্শন করেন উপাচার্য। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন।
উপাচার্য শওকাত আলী বলেন, 'আবাসিক হলে কোনো সংকট থাকবে না। হলের খাবার নিয়ে আগে যে অভিযোগ ছিল সেটি অনেকাংশে কেটে গেছে। তবে আমার পরামর্শ থাকবে মেস সিস্টেম করা চালু করা।'
উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামাণিক, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান, সহকারী প্রক্টর মো. রহমতুলস্নাহ, ফায়সাল-ই-আজম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট সাইফুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, শহীদ মুখতার ইলাহী হলে সহকারী প্রভোস্ট ত্বহা হুসাইন।