হত্যাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম-বাঁশখালী, হবিগঞ্জের চুনারুঘাট-নবীগঞ্জ, পাবনার ঈশ্বরদী, কিশোরগঞ্জের বাজিতপুর, বরিশালের বাবুগঞ্জ, গাজীপুরের কাপাসিয়া ও নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার প্রধান আসামিসহ ১৬ জনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেন বাতেনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টায় নগরীর মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল ফেনী জেলার পরশুরাম পৌরসভার উত্তর গুতুমার আব্দুল হান্নানের ছেলে।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চীনা মদ-বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার গুন্নারো বাড়ির সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী গ্রামের জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আমিন উলস্নাহর ছেলে হেমায়েত উলস্নাহ (৩৬) ও গাইবান্ধা জেলার জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জে ১ হাজার ৯০০ ইয়াবা ও ১০ কেজি গাঁজার চালানসহ তিন মাদক কারবারিকে আটক করেছের্ যাব। বুধবার ভোররাতে মাধবপুর উপজেলায় ও চুনারুঘাটের চন্দনা ধলাইপাড় গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো চুনারুঘাট উপজেলার জহুর মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইমরান মিয়ার ছেলে শাহিন মিয়া (২২) ও ফেনীর পরশুরাম উপজেলার হাছান আলীর ছেলে ওমর ফারুক (২১)। পৃথক অভিযানের আটতদের বুধবার দুপুরে চুনারুঘাট ও মাধবপুর থানায় আলাদা দুটি মামলা করে তিনজনকে পুলিশে দেওয়া হয়েছে।
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতার মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের পদত্যাগকারী সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর সন্তোষ দাশ (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের পৃথক পৃথক স্থান থেকে জামায়াতে ইসলামীর নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা মামলায় জামিরুল ইসলাম (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জামিরুল লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং বিলকেদা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
অপরদিকে, ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি তৌফিক আহমেদ সুপ্ত ওরফে গুলি দিপু ও এই মামলার অন্যতম আসামি হাতকাটা টুনটুনির নানি হাজেরা খাতুনকে গ্রেপ্তার করেছের্ যাব। বুধবার রাতে উপজেলার পাকশি এলাকায় অভিযান চালিয়ে গুলি দিপুকে গ্রেপ্তার করেন তারা। এর আগে আরেক আসামি হাজেরা খাতুনেকে গ্রেপ্তার করে পুলিশ। দিপু পাকশি ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকার শাহিন হোসেনের ছেলে এবং হাজেরা খাতুনকে হাতকাটা টুনটুনির নানি।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর একনলা বন্দুক ও মোবাইলসহ উপজেলা যুবদল আহ্বায়ক এম আবুল খায়েরকে আটক করেছে সেনাবাহিনী। গত বুধবার গভীর রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে। পরে পুলিশ বৃহস্পতিবার এম আবুল খায়েরকে দুপুরে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভুইয়াকে বাবুগঞ্জ থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাবুগঞ্জ হয়ে মুলাদীর উদ্দেশে রওনা হলে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দেয়। এ সময় বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা সাবেক মেয়রকে পুলিশে হস্তান্তর করেন। পরে তাকে গৌরনদী থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাপাসিয়া উপজেলার কুরিয়াদী গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কাপাসিয়া উপজেলা শাখার সদস্য ও সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, পত্নীতলায় আলোচিত সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল ইসলামকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পত্নীতলা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেছে।