টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে ভিন্ন দাবি ও প্রতিবাদে গাজীপুর, খাগড়াছড়ির মানিকছড়ি, খুলনার পাইকগাছা, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরে বিনিময় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক, হেলাপারসহ চার জনের মৃতু্যর ঘটনায় বিনিময় সার্ভিসের বাস বয়কট ও নিরাপদ সড়ক দাবিতে বিক্ষোভ মিছিল-সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ রোড়ের মিলন সড়ক অবরোধ করা হয়। পরে মধুপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মিজানুর রহমান, তারিকুল ইসলাম, আব্দুলস্নাহ, আঁখি, সুলতানা প্রমুখ।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজসহ শহরের রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেছে রানী বিলাশ মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয়রা। বৃহস্পতিবার গাজীপুর ডিসি অফিসের সামনে রাজবাড়ী রোডে মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জসীম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন -সিনি. শিক্ষক আবু জাফর মুহাম্মদ সালেহ, মোখলেছুর চৌধুরী, নাসরিন আঞ্জুমান রুনী, নিহত ছাত্রের নানা পিটিআই সহকারী সুপার সুলতান উদ্দিন মুকামি ও শিক্ষার্থী শেখ আবু রায়হান, আব্দুলস্নাহ, আদিব মাহমুদ প্রমুখ।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা সচেতন নাগরিক ফোরাম। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুল হক বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মংশেপ্রম্ন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর প্রমুখ।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় তারা। পরে ইউএনও মাহেরা নাজনীন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি সবজেল হোসেন, অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শিক্ষক রবীন্দ্রনাথ দে, আব্দুল ওয়াহাব, ফজলুল আজম, প্রণব কান্তি বিশ্বাস, শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, অর্পিতা সরকার, আকসারা নেওয়াজ চাহাত, সৈয়দা তানহা জেরিন মৌ প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টায় অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল চৌরাস্তায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল এলাকার আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা, মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন, আব্দুল হালিম, আলামিন, বিলস্নাল, হাবিবুর রহমান টিটুসহ আরও অনেকে।