নোয়াখালীর চাটখিলে একজন সাংবাদিকদের হেনস্তার পর গুম করার হুমকি প্রদান করা হয়েছে। উপজেলার শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অশোভনীয় আচরণের সংবাদ প্রকাশ করায় চাটখিল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রুবেল হোসেনকে এ হুমকি দেওয়া হয়।
গত সোমবার বিকেলে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাকে হেনস্তা করে প্রকাশ্যে গুম করার হুমকি দেওয়ায় ওই সাংবাদিকসহ তার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরবর্তীতে সাংবাদিক রুবেল হোসেন গত মঙ্গলবার চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, চলতি বছরের ২৬ মে দৈনিক জনকন্ঠের ১০ এর পাতায় 'প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ'- শিরোনামে এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হলে ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে ব্যবস্থা নিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে নিদের্শ দেন। গত সোমবার রুবেলকে ওই প্রধান শিক্ষক সংবাদ প্রকাশ করায় হেনস্থা করেন ও গুমের হুমকি দেন। এই ঘটনায় চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, বাংলাদেশ সাংবাদিক সমিতি-বাসাস চাটখিল উপজেলা শাখার সভাপতি জসিম মাহমুদ, সেক্রেটারি মনির হোসেন, চাটখিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু নাছের মাহমুদ চৌধুরী জুয়েল, সাংবাদিক কামরুল কাননসহ সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনাপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।