শরীয়তপুরের ডামুড্যায় দু'পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে একজন বৃদ্ধ নিহত ও সাতজন আহত হয়েছেন। এদিকে, বাগেরহাটের ফকিরহাটে স্ত্রীকে হত্যা ও নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের ডামুড্যায় দু'পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম মোলস্না (৬৫) নামে এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। তিনি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা গ্রামের মৃত মমিন আলি মোলস্নার ছেলে।
বৃহস্পতিবার সকালে সোনার চেইন নিয়ে একই গ্রামের সালামত সরদার ও মিয়া চান সরদারের বাকবিতন্ডা ও পরে সংঘর্ষ হয়। প্রতিবেশী নজরুল ইসলাম মোলস্না সংঘর্ষ থামাতে গেলে সালামত সরদার গুরুপের পাইপের আঘাতে নজরুল ইসলাম মোলস্না মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে ডলি বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মা বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। নিহত ডলি খুলনার রূপসা এলাকার বাস চালক সোহাগ শেখের স্ত্রী এবং বাগেরহাটের সাইনবোর্ড এলাকার মোক্তার মীরের মেয়ে। ডলি স্বামী সোহাগ শেখের সঙ্গে ফকিরহাটের লখপুর এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, বুধবার বিকালে ডলির স্বামী সোহাগ নিহতের মা ও নিকট আত্মীয়দের ফোন করে জানান ডলি ঘুমের ট্যাবলেট খেয়েছে। খবর পেয়ে স্বজনরা লখপুরে ওই ভাড়া বাড়িতে এসে দেখেন ডলি মারা গেছেন। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান তিনি যশোরে আছেন।
খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নিহতের স্বামী তাকে সুকৌশলে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন। ফকিরহাট মডেল থানার ওসি আলমগীর কবির জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃতু্যর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হবে।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মান্দা-মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী (লক্ষ্ণীরামপুর-মদনচক) এলাকায় আত্রাই নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীতে ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, অজ্ঞাত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তে তদন্ত চলছে।