শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পুলিশে চাকরি পেলেন ঝালকাঠির ২০ তরুণ-তরুণী

ঝালকাঠি প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
পুলিশে চাকরি পেলেন ঝালকাঠির ২০ তরুণ-তরুণী

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে ঝালকাঠিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন।

গত রোববার রাতে জেলা পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়া সব তরুণ-তরুণীর পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে এসব তরুণ-তরুণী।

চাকরি পাওয়া তরুণ-তরুণীরা জানান, 'জীবনে প্রথমবার চাকরির আবেদন করে আজ নিজেদের মেধা ও যোগ্যতায় চাকরি পাওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশ সুপারকে।'

জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, 'নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেলেন ২০ জন তরুণ-তরুণী। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। তাদের জন্য রইল অনেক শুভকামনা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে