বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
সৈয়দপুরে বন্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মাদারগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত

স্বদেশ ডেস্ক
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মাদারগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত
মাদারগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত

জামালপুরের মাদারগঞ্জে জমির সীমানা মাপ নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে একজন নিহত হয়েছে। অন্যদিকে, নীলফামারীর সৈয়দপুরে বন্ধ ঘরের তালা ভেঙে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মাদারঞ্জে জমির সীমানার মাপ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। উপজেলার এক নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

1

জানা যায়, ওই এলাকার এনছ প্রামানিক গং ও নুরল গংদের মধ্যে জমির সীমানা ঠিক করার জন্য একটি শালিসের আয়োজন করে। কিন্তু এনছ মিয়ার জমির কাগজ বাসায় না থাকায় অন্য দিন মাপা হবে বলে সালিশের লোকজন চলে যায়। এমন সময় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যয়ে সংর্ঘষ বাধে। এতে নুরলের ছোট ভাই আবুল কালাম (৫৮) জ্ঞান হারিয়ে পড়ে যান। তাকে মাদারগঞ্জ হাসপাতালে নেওয়ার পরেই তার মৃতু্য হয়েছে। এ বিষয়ে নিহতের ছোট ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন ও এ এস পি র্সাকেল সাইদুর রহমান ঘটনার স্থান পরির্দশন করেছেন। লাশ ময়না তর্দন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুর শহরের পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে শবনম পারভিন (২৫) নামে এক গৃহববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ওই মরদেহ উদ্ধার হয়।

শবনম শহরের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার (দর্জিপাড়া) ফুচকা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের দ্বিতীয় স্ত্রী ও উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়ার মৃত আব্দুর রহমানের মেয়ে।

জানা যায়, গৃহবধূ শবনমের স্বামী জাহাঙ্গীর প্রথম স্ত্রী থাকা অবস্থায় একমাস আগে শবনমকে বিয়ে করেন। এতদিন শবনম তার মায়ের বাড়িতেই ছিলেন। পরে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার একটি বাসা ভাড়া নিয়ে সেখানে শবনমকে রাখেন। মঙ্গলবার সকালে জাহাঙ্গীর ঘর বাইরে থেকে তালা মেরে অনত্র চলে যান। সন্ধ্যায় মেয়ের মা এসে ঘরের জানালা দিয়ে দেখেন মেয়েটি খাটের ওপর লেপ কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় পড়ে আছে। অনেক ডাকাডাকির পর সাড়া না দেওয়ায় চিৎকার করেন তিনি। এতে আশপাশের লোকজন এসে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে