বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

হরিরামপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হরিরামপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ
মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা -যাযাদি

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কলতা বাজারের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

1

দফাগুলোর মধ্যে রয়েছে- সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন গালা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বিশ্বাস, হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষকদলের আহবায়ক সাইমুন চৌধুরী, কাজী সোহেল আহমেদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আসিফ মোলস্না, মোস্তফা কামাল, ১ নং সদস্য আবুল হাসান, ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি শহর আলী, গালা ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সেক্রেটারি বাচ্চু মোলস্না প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে