বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

১২ বছর জাহাজে চাকরি করে আমিনুর বাড়ি ফিরলেন লাশ হয়ে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
১২ বছর জাহাজে চাকরি করে আমিনুর বাড়ি ফিরলেন লাশ হয়ে

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে প্রায় ১২ বছর ধরে জাহাজে কাজ করছিলেন সুকানি আমিনুর মুন্সি (৪৮)।

গত শুক্রবার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া থেকে কাজে গিয়েছিলেন তিনি। এবার ছুটিতে বাড়ি ফিরে বোনের দেওয়া জমিতে তার নতুন ঘর তোলার কথা ছিল। কিন্তু চার দিনের ব্যবধানে একই বাড়িতে আমিনুর এলো লাশ হয়ে।

1

গত মঙ্গলবার রাতে লোহাগড়া উপজেলার নিজ বাড়ি পাংখারচরে আমিনুর ছাড়াও নিহত সালাউদ্দিন ফকিরের মরদেহ তার নিজ বাড়ি লাহুড়িয়া ইউনিয়নের আগারোনলী গ্রামে নিয়ে আসা হয়। পরে জানাজা শেষে তাদের ওই রাতেই দাফন করা হয়েছে।

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা জাহাজে হত্যার শিকার সাতজনের একজন আমিনুর রহমান মুন্সী। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের বাসিন্দা। তিনি আল বাখেরা জাহাজে সুকানির কাজ করতেন।

আমিনুর রহমান মুন্সির স্ত্রী পপি বেগম বলেন, 'আমার স্বামী শুক্রবার রাতে বাড়ি থেকে কাজে যায়। বইল্যা গেল, আর তো আসলো না।'

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রানা কাজী বলেন, তার মৃতু্যতে গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে