টাঙ্গাইলের যমুনাসেতু-ঢাকা মহাসড়কে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক গ্রেপ্তার হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদেও পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে তিনটি চোরাই মোটর সাইকেলসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। গ্রেপ্তাররা উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাকারী দলের সক্রিয় সদস্য।
বৃহস্পতিবার টাঙ্গাইলের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুলস্নাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তররা হচ্ছেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ থানাপাড়ার মৃত আ. জলিলের ছেলে আল আমিন(২৭), জেলার কালিহাতী উপজেলার সিঙ্গাইর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান আহম্মেদ লিজন(২৮) এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিজবাগ গ্রামের মজিবল হকের ছেলে মো. হাসান(২৬) ও একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন(২৫)। তাদের মধ্যে আল আমিনের নামে বিভিন্ন থানায় নানা অপরাধের ২৭টি মামলা রয়েছে। অন্যদের নামে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ঢাকার মোহাম্মদপুর থেকে বগুড়াগামী মোটর সাইকেল চালক. নোমান শেখ উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কে গত ১৪ নভেম্বর টাঙ্গাইলের কান্দিলা পৌঁছলে পেছন থেকে দুটি মোটর সাইকেল এসে তার উপর হামলা করে। হামলাকারীরা তাকে আহত করে দুই লাখ ৯৭ হাজার টাকা মূল্যের মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে নোমান শেখ টাঙ্গাইল সদর থানায় একটি মামলা (নং-১৪, তাং-২২/১২/২৪ইং) করেন। ওই মামলার সূত্র ধরে টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুর উপজেলা এবং কক্সবাজার ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উলেস্নখিতদের গ্রেপ্তার করা হয়।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি হলেন- উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের আবুল মিয়ার ছেলে মো. আব্দুলস্নাহ (৩০)। গত বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাত ২টার দিকে হীরাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুলস্নাহকে গ্রেপ্তার করে। তিনি মাদক মামলায় আখাউড়া থানার ২০২৩ সালের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হানকে (৩০) রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করেছের্ যাব-১০। গত বুধবার রাতে শ্যামলী সিকেডি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোমান রায়হান উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের ফরমান আলী শেখের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উলেস্নখ এবং ৩০০-৩৫০কে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। গ্রেপ্তার সেচ্ছাসেবকলীগ নেতা রোমান এ মামলায় ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।