বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজৈরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজৈরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
মাদারীপুরের রাজৈরে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানোর প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন -যাযাদি

মাদারীপুরের রাজৈরে এক বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানোর প্রতিবাদে সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু। এ সময় জমি বিক্রেতা আবদুল মান্নান মিয়া ও নুরুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু সাংবাদিকদের জানান, '২০০৫ সালে রাজৈর উপজেলা সদরের বেপারী পাড়ার আবদুল মান্নান ও নুর ইসলাম গংদের থেকে ১২ শতক জায়গা ক্রয় করার পর গিয়াস উদ্দিনকে ভাড়া দেই। কিছুদিন ভাড়া পরিশোধ করলেও পরে ভাড়া দেওয়া বন্ধ করে দেয়। এর মধ্যে কয়েকবার শালিশ বৈঠকে সমাধান হলেও তা গিয়াসউদ্দিন তা মানতে গড়িমসি করেন। উপায়ন্ত না পেয়ে ২৫ নভেম্বর থানায় অভিযোগ করলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সমাধান করে দেন এবং গিয়াসউদ্দিন দখল ছেড়ে দিয়ে তার মালামাল সড়িয়ে নিলে নিজ দখলে নিয়ে আমি বেড়া দেই।'

1

জানতে চাইলে অভিযুক্ত সাবেক রাজৈর পৌরসভার সাবেক কাউন্সিলরগিয়াস উদ্দিন মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, 'উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু রাতের আধারে আমার স্যানিটারী সামগ্রী (রিং, স্স্নাব) ভাংচুর, লুটপাট চালায় এবং চরিদিকে খুটি গেড়ে বাশের প্রাচীর দিয়ে আমার জায়গা তার দখলে নিয়েছে। আমি বাধা দিতে গেলে সে আমাকে স্ব-পরিবারে হত্যার হুমকি দেয়। আমি এর প্রতিকার চেয়ে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করি। ওই দাগে মোট ১৫ শতাংশ জায়গা আছে। এর মধ্যে ৮.৩৫ শতাংশ জায়গা কাজী জাহিদুর রহমান লেবুর এবং ৪.৫০ শতাংশ জায়গা আমার। বাকি জায়গা মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে