বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ভিন্ন দাবিতে মানববন্ধন চার জেলায়

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনায় দোষিদের দ্রম্নত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার 'আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ'র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অন্যদিকে, আরও চার জেলায় বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন কলেজের বিসিএস শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তব্য দেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যক্ষ শাহাবুদ্দিন সিকদার, শাহিন রেজা, প্রফেসর ইলিয়াস বেপারি প্রমুখ।

1

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাইদুল ইসলাম পাঠান প্রমুখ।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে স্থানীয় পৌরপার্কে কর্মসূচিতে জেলার বিভিন্ন অফিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন। এ সময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহম্মেদ ফিসারী সহকারী পুরচালক শেখ আসলাম হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এগ্রিকালচার এর ডিডি রকিবুল ইসলাম,গাজীপুর সিভিল সার্জন মাহমুদা আক্তার, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক (গণিত) আমিনুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কাশেম স্বপন, জেলা প্রাণিসম্পদ অফিসার নারগিস খানম।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সরকারী কলেজ মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপস্নব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ঝিনাইদহ ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, ডাক্তার আনোয়ারুল ইসলাম, জাকির হোসেন, কাওসার হামিদসহ অন্যরা।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান, উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাস্‌সুম, ডা. লুৎফুর রহমান প্রমুখ।

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক ও ডা. তাসকিনুর রহমান প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘী এলাকায় সড়ক অবরোধ করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, এলাকাবাসী সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা, রাশেদ মিয়া, হান্নান সরকার, আতাউর রহমান, নিহত শামীমের চাচা মাসুদ রানা প্রমুখ। বক্তারা হত্যায় জড়িত কিশোর গ্যাং নেতাসহ আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, রাজধানীর বাংলামোটওে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার সাংবাদিকরা।

বৃহস্পতিবার কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কুষ্টিয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ লিটন-উজ-জামান ও জনবাণীর জেলা প্রতিনিধি মাহফুজ হৃদয়।

মনপুরা (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়ি বাঁধ পুরনো বাঁধ থেকে কিছুটা সরিয়ে করার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজউদ্দিন গ্রামের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। এরপর প্রতিকার চেয়ে ইউএনও'র মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন সাবেক হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নান হাওলাদার, হাজীর হাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান পলাশ, হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম মোলস্না প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে