বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
টঙ্গীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

টঙ্গীতে ডাম্প ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের শিলমুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চালককে আটক ও ডাম্প ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত স্কুলছাত্রের নাম নয়ন (১৫)। সে টঙ্গীর বাসিন্দা সোহাগ মিয়ার ছেলে। তারা টঙ্গীর আরিচপুরের স্থানীয় রফিক গাজীর বাড়িতে বসবাস করে। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। নয়ন টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

1

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নয়ন তার চাচা কাউসারের সঙ্গে মোটর সাইকেলে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক ধরে পূবাইলের মীরেরবাজার যাচ্ছিল। পথে শিলমুন বাজারে পৌঁছালে মোটর সাইকেলটি সামনে থাকা ডাম্পট্রাকটিকে পাশ কাটিয়ে সামনে চলে যায়। এ সময় সামনে থাকা বালির স্তূপে মোটর সাইকেলের চাকা পিছলে গেলে নয়ন পড়ে যায়। তখন পেছনে থাকা ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে নয়ন ট্রাকের চাকায় স্পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে