চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য চসিক মেয়রের দরজা সবসময় খোলা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার রাতে নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কের বাকলিয়া কে বি কনভেনশন হলে টেরিবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অতীতের ১৫ বছরে যারা এফবিসিসিআইয়ে নেতৃত্ব দিয়েছেন, চেম্বার অব কমার্সে নেতৃত্ব দিয়েছেন, ঢাকা কিংবা চট্টগ্রাম গুটি কয়েক ব্যবসায়ী তাদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য সাধারণ ব্যবসায়ীদের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। আশা করি এখন যারা টেরিবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্বে আছেন, তারা এ ধরনের স্বার্থকে জলাঞ্জলি দিবেন না এবং সমগ্র ব্যবসায়ীর স্বার্থকে দেখে প্রাধান্য দেবেন।
শাহাদাত হোসেন বলেন, টেরিবাজার এমন একটি জায়গা, যেখানে ছোট বেলা থেকে এখন পর্যন্ত কোনো সময়ে যায়নি বা যাচ্ছে না সেটি কেউ বলতে পারবে না। কম দামের মধ্যে ভালো মানের কিছু কিনতে চাইলে অবশ্যই টেরিবাজারের নাম আসে। কিন্তু গত ১৬টি বছর কিভাবে জোর করে বিনাভোটে তারা সেখানে টেরিবাজার সমিতি গঠন করেছে। নির্বাচনের নামে বারবার প্রহসন হয়েছে। যেভাবে সারা বাংলাদেশে তারা ভোটের অধিকার হরণ করেছে, ঠিক একইভাবে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে তারা জোর করে ভোটের অধিকার হরণ করেছে। মেয়র হিসেবে তিনি টেরিবাজার ব্যবসায়ীদের কাছে আশা রাখছেন, এ চট্টগ্রাম যেন একটা ব্যবসায়ীবান্ধব শহর হয়। এ সময় হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স বিষয় তুলে ধরে মেয়র বলেন, 'আপনাদের বলতে চাই, আপনারা ব্যবসায়ী। আমি চাই, একটা ব্যবসায়ীবান্ধব শহর এ চট্টগ্রাম হোক। আপনাদের যে হোল্ডিং ট্যাক্স আছে, অতীতেও প্রচুর পরিমাণে হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স দিতে হয়েছে। আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যেগুলো নিষ্পত্তি হয়ে গেছে, সেগুলো ছাড়া যেগুলো এখনো নিষ্পত্তি হয়নি আপনাদের সঙ্গে বসে যেভাবে আপনাদের দিতে সুবিধা হয় সেভাবেই করে দেওয়া হবে।' প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী বলেন, 'টেরিবাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ইসলামে যে একটা অর্থনীতি আছে, আমাদের ওলামায়ে কেরামগণ অর্থনীতির ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিতে পারেন না। যার কারনে সাবেক প্রধানমন্ত্রী বলতে পারেন আমার পিয়নেরও ৪০০ কোটি টাকা আছে।'
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা। টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুরের পরিচালনায় এবং ধর্ম সম্পাদক তাজুল ইসলামের কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ সভাপতি ও অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন।