চাঁদপুরের তিন উপজেলায় রাতভর ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে। তবে কোথাও ডাকাতির কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।
গত বুধবার রাত ১২ টার পর থেকে জেলার কচুয়া, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ডাকাত ঢুকেছে, সবাইকে সর্তক করে মসজিদে মসজিদে মাইকিং করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাই গ্রামে ডাকাত ঢুকেছে বলে পোস্ট করেছে। তবে পুলিশ বলছে, সবই গুজব। কোথায় কখন ডাকাত ঢুকেছে সেটাও স্পষ্ট কেউ বলতে পারছেন না।
কচুয়া উপজেলার বাসিন্দা আরিফ হোসেন শান্ত বলছেন, 'শুধু ডাকের ডাকাত কইতেছে, কিন্তু কোন জায়গায় ধরা পড়ে না। সব গুজব।'
ওই উপজেলার খিলাবাজার, বিজয়পুর, দেবকরা, মালোরা, নাহারা, পাথৈর, হোসেনপুর, গ্রামে মাইকিং করা হয়েছে। এ ছাড়া হাজীগঞ্জ উপজেলার বলিয়া, বেলঘর, লাওকোরা, টংগীরপাড়, হাড়িয়াইন, হাটিলা, গন্ধর্ব্যপুর ও কচুয়া উপজেলার আকানিয়া- নাছিরপুরসহ একাধিক গ্রামের মসজিদগুলোতে মাইকিং করা হয়।
তবে, কচুয়া থানার ওসি এমএ হালিম রাতেই তার ফেসবুকে লিখেছেন, 'কচুয়ায় কোথাও কোনো ডাকাতির ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এলাকায় নিজেরা পাহারার ব্যবস্থা করতে পারেন। পুলিশ সব সময়ই পাশে আছে।'