ল্যাপটপ বিতরণ
ম টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
টুঙ্গিপাড়া উপজেলায় হার-পাওয়ার প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন এবং আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বজ্রকন্ঠ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মঈনুল হক। উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া আইসিটি অফিসার হীরক শেখ, কৃষি অফিসার রাকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, আইটি টেকনিশিয়ান নিরঞ্জন বিশ্বাস। প্রকল্পের আওতায় ৮০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়, যারা ১২০ ক্লাসের ৬০ ক্লাস কমপিস্নট করেছেন।
মুক্ত আলোচনা
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান, পরিবেশ, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার রত্নগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক শিকদার আরাফাত আলী। প্রবন্ধ উপস্থাপনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, মুড়াপাড়া কলেজের সাবেক সহযোগি অধ্যাপক মফিজুল হক, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যাপক মতিউর রহমান, সাংবাদিক রুমন রেজা প্রমুখ।
ভারতীয় সুতা জব্দ
ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়ায় ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কাটুন ভারতীয় বন্ডের সুতা জব্দ করে।
বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লাখ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছে চক্রগুলো। খবর পেয়ে পুলিশ গিয়ে সুতা গুলোসহ নিয়ে আসে।
আইনশৃঙ্খলা সভা
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধ, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মফিজুর রহমানের সভাপতিত্বে সভা হয়। সভায় উপস্থিত ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া, সলুকাবাদ উইপি প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, পলাশ ইউিপ প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, ফতেপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রজত কান্তি তালুকদার, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
মাদ্রাসা উদ্বোধন
ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে 'মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা' নামে একটি মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী পৌরসভার কলারন গ্রামে প্রতিষ্ঠিত নব নির্মিত মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, স্থানীয় আব্দুল কুদ্দুস, মীর মো. আতিয়ার রহমান, জাহিদ হাসান চঞ্চল, স্থানীয় মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল হোসেন প্রমুখ।
শিক্ষা বৃত্তি প্রদান
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক:)্থর ৯৬ তম খোশরোজ শরীফ উপলক্ষে ফটিকছড়িতে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কৃষকদের বীজ এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদে এসব কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মোজাম্মেল হক চৌধুরী। এ সময় সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি টিটু চৌধুরীর সভাপতিত্বে ও বিপস্নব চৌধুরী কাঞ্চন এবং ধীমান দাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। উদ্বোধক ছিলেন- মাইজভান্ডারি জামে মসজিদের সাবেক পেশ ইমাম নুরুল ইসলাম ফোরকানী।
শীতবস্ত্র বিতরণ
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে ক্রয় করা উপজেলার এতিমখানা, মাদ্রাসায় ১১শ' শিক্ষার্থীকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও গুচ্ছগ্রামের ২শ' উপকারভোগীকে শাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনও দীপ জন মিত্র প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় এসিল্যান্ড জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, যাকাত ফাউন্ডেশনের নেতারা, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চারঘাটে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সানজিদা সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মুনজুল ইসলাম, খোর্দ্দগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
চেক হস্তান্তর
ম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারকে চেক এবং দুঃস্থ শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব বিতরণ করেন। ইউএনও শাফিউল মাজলুবিন রহমান অনুষ্ঠান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ইউনুস আলী খাঁন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা সমন্বয়কারী ফজলে রাব্বী।
বর্ধিত সভা
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলীতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঘিলাছড়ি বাজার মাঠে ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মহন তনচংগ্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সভাপতি খলিলুর রহমান শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংয়ো মেম্বার, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুযা, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি প্রমুখ।
মেধাবৃত্তি অনুষ্ঠান
ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগছড়ির রামগড়ের সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশনের পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাসনাত মোর্শেদ ভূইয়া। পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মমতা আফরিন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাজাই মারমা, থানার ওসি মঈন উদ্দীন, জেলা বিএনপির সহ সভাপতি আহমেদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী।
সমন্বয় সভা
ম গাজীপুর প্রতিনিধি
জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা ও গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার বিষয়ক (আউটরিচ) কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
নেটওয়ার্কিং সভা
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা, যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নেটওয়ার্কিং সভা। বৃহস্পতিবার উপজেলা তুমলিয়া ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইডের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন লিগ্যাল এইড গাজীপুর জেলা শাখার ব্যবস্থাপক তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, উপজেলা তথ্য আপা তথ্য সেন্টারের তথ্য কর্মকর্তা সোহা তামান্না, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, লিগ্যাল এইড উপজেলা সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রমুখ।
১০ ভরি স্বর্ণ লুট
ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসার বাড়ির দ্বিতীয় তলার দরজার তালা ভেঙে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে মিরসরাই পৌরসদরের ফারুকীয়া মাদরাসার পাশে জিলিক মেনশন থেকে এ স্বর্ণ লুটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী দলিল লেখক নুরুল আফছার জানান, ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। সিসি ক্যামরা আছে পুরো বিল্ডিং। প্রশাসন সহযোগিতা করলে স্বর্ণ উদ্ধার করা সম্ভব।
মিরসরাই থানার ওসি আতিক রহমান জানান, সিসি ক্যামরা পর্যবেক্ষণ করা হচ্ছে। চোরের দলকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণশুনানি অনুষ্ঠিত
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছাতে পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও জলবায়ু বাজেট বিষয়ে উপজেলা পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ'র আয়োজনে এবং হেলভেটার্স বাংলাদেশ'র সহযোগিতায় গণশুনানি ইউএনও মাহেরা নাজনীনের সভাপতিত্বে হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব সভাপতি অবসর অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। প্রশ্নোত্তর প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদাত হুসাইন। উপস্থিত ছিলেন উপজেলার সময়ন্বয়ক পিন্টু চন্দ্র দাস, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, স্থানীয় রেজাউল করিম, মা সংসদের সুফিয়া বেগম, আরিফা আক্তার, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের নুরুন্নাহার বেগম প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলন
ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহে বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া প্যানেল) ভালুকা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আহবায়ক নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা সভাপতি মোমতাজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ময়মনসিংহ সাধারণ সম্পাদক একে আজাদ, শিক্ষক সমিতি গফরগাঁও সভাপতি আলা উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক আবু সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলন
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম আনোয়ারা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত বুধবার রাতে উপজেলার চাতরী এ আই সি হলরুমে এই দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন শাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার। উপজেলার সেক্রেটারি শামীম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাহী সদস্য মাওলানা জুবায়ের আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুলস্নাহ। সম্মেলনে পুনরায় নাছিরর উদ্দিন শাহ উপজেলা সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হন খোরশেদুল আলম।