বাঁশখালী ও আনোয়ারা মধ্যবর্তী তৈলারদ্বীপ সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ছাত্র-সমাজের ব্যানারে তৈলারদ্বীপ সেতু সংলগ্ন বাঁশখালীর প্রধান সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে শতশত গাড়ি চালক টোল বন্ধ আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, 'সাঙ্গু নদীর ওপর বিভিন্নস্থানে একইরকম আরও ৬টি সেতু থাকলেও ওই সেতুগুলো থেকে টোল আদায় হয় না। একমাত্র তৈলারদ্বীপ সেতু থেকে টোল আদায় হচ্ছে।
সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুটি কম দূরত্বে বেশি টোল আদায়ের অন্যতম নজির। আমাদের প্রাণের দাবি, সেতুটি যেহেতু দেশীয় টাকায় নির্মিত তাই টোল আদায় বন্ধ করার ঘোষণা দেওয়া হোক।'
এ সময় বক্তব্য রাখেন বাঁশখালী লিগ্যাল এইডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ মারুফ, তৈলারদ্বীপ সেতুর টোল বন্ধ আন্দোলনের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, গুণাগরী সিএনজি অটোরিকশা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ প্রমুখ।