মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহীতে ৩০ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ণ সংস্থা আশা। রোববার রাজশাহী মৎস্য ভবনের সেমিনার রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে উন্নত মৎস্য চাষ পদ্ধতি নিয়ে প্রশক্ষণ দেওয়া হয়।
আশার রাজশাহীর সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার আব্দুল লতিফের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল।
উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, এগ্রি বিজনেজের আরএম সাইফুদ্দিন, রাজশাহী সদর অঞ্চলের সিনিয়র আরএম মিজানুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহীর ফার্ম ম্যানেজার ফরিদুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউলস্নাহ। কম খরচে কি ভাবে মৎস্য চাষকে অধিক লাভজনক করা যায় তার উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে চাষিদের।