রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে উন্নত মাছ চাষের প্রশিক্ষণ নিলেন ৩০ চাষি

রাজশাহী অফিস
  ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজশাহীতে উন্নত মাছ চাষের প্রশিক্ষণ নিলেন ৩০ চাষি

মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহীতে ৩০ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ণ সংস্থা আশা। রোববার রাজশাহী মৎস্য ভবনের সেমিনার রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে উন্নত মৎস্য চাষ পদ্ধতি নিয়ে প্রশক্ষণ দেওয়া হয়।

আশার রাজশাহীর সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার আব্দুল লতিফের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল।

1

উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, এগ্রি বিজনেজের আরএম সাইফুদ্দিন, রাজশাহী সদর অঞ্চলের সিনিয়র আরএম মিজানুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহীর ফার্ম ম্যানেজার ফরিদুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউলস্নাহ। কম খরচে কি ভাবে মৎস্য চাষকে অধিক লাভজনক করা যায় তার উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে চাষিদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে