সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডাকাতসহ পাঁচ জেলায় ১০ জন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ডাকাতসহ পাঁচ জেলায় ১০ জন গ্রেপ্তার
ডাকাতসহ পাঁচ জেলায় ১০ জন গ্রেপ্তার

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকা কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়াও নানা অপরাধে আরও চার জেলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতি করার জন্য প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা সড়কের তেঁতুলিয়া কাঁঠালতলা থেকে তাদেও গ্রেপ্তার করা হয়।

1

থানার ওসি শাহীন রেজা জানান, গোপন সংবাদেও ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিমুলকুঁড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে আরিফ (২২), শিবগঞ্জ উপজেলার ধবুড়া গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে সোহেল রানা (২১) এবং গোমস্তাপুর উপজেলার মিরাপুর (বর্তমান রানীবাড়ি চাঁদপুর) গ্রামের সাইফুল ইসলামের ছেলে জসিম উদ্দীনকে (১২) গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে একটি হাসুয়া, ৪টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত ২টি রশি উজব্দ করা হয়েছে। তারা আন্ত: ডাকাত দলের সদস্য বলে তিনি জানান। তাদের সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

কুমিলস্না (মুরাদনগর) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগরে দুই পিকআপ ভর্তি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন নবীয়াবাদ এলাকা থেকে এসব চিনি আটক করা হয়। এ সময় ১৪৫ বস্তা (৭১০৫ কেজি) ভারতীয় চিনি, ২টি পিকআপ গাড়িসহ ২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কুটি এলাকার মো. রনি (২২), কুমিলস্নার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো. সালাউদ্দিন (৪৭)।

পুলিশ জানায়, গভীর রাতে সংচাইল-বাঙ্গরা সড়কে টহলরত অবস্থায় দুটি পিকআপ টহল পুলিশের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশথ পিকআপগুলো আকট করে তলস্নাশি করলে চালক চিনির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তখন চোরাই চিনিগুলো জব্দ ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সোমবার গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, সোমবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে সামাজিক মাধ্যমে শেয়ার করায় এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ইমাম হোসেন নামের একটি ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি লেখা প্রচার হয়। ওই মাধ্যম থেকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস (২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসলিস্নরা বিষাদুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও কুড়িগ্রাম-উলিপুর মহাসড়ক অবরোধ করে। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে রংপুর এলাকা থেকে অভিযুক্ত বিষাদুকে গ্রেপ্তার করে।

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান দুদুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার তাকে পাশ্ববর্তী মধুপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গত ৩০ আগস্ট মুক্তাগাছা থানায় হওয়া একটি নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি।

মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, নাশকতার মামলার আসামি হিসেবে সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

অন্যদিকে, উপজেলার ৭নং ঘোগা ইউনিয়নে সেনাসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে ডলার প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন- ৭নং ঘোগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাতিল গ্রামের জাহিদ হাসান ও দুলস্না ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক মেম্বারের ছেলে মামুন হাসান।

গত রোববার বিকালে উপজেলার দুলস্না ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করা হয়।

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের ঈদগাঁওয়ে শ্বশুরবাড়িতে লুকিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ঘেরাও করে রেখে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্র জনতা।

গত রোববার রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোহাম্মদ আলী মুন্না কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একাধিক মামলার পলাতক আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার ওপর হামলায় অভিযুক্ত মুন্না গ্রেপ্তার এড়াতে বিগত কয়েক মাস ধরে তার শ্বশুরবাড়িতে আত্নগোপনে ছিলেন। বিষয়টি গোপন সূত্রে জেনে রাত সাড়ে ৯টার দিকে শতাধিক ছাত্র জনতা বাড়ি ঘেরাও করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি তলস্নাশি করে মুন্নাকে গ্রেপ্তার করেছে।

ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান বলেন, গ্রেপ্তার মোহাম্মদ আলী মুন্নাকে কক্সবাজার সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে