সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাঁশখালীতে মাহফিলে আ'লীগ নেতাকে প্রধান অতিথি করায় থানায় অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাঁশখালীতে মাহফিলে আ'লীগ নেতাকে প্রধান অতিথি করায় থানায় অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মাহফিলে প্রধান অতিথি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাঁশখালী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে স্থানীয়দের পক্ষে এ অভিযোগ দেন কাথরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব।

লিখিত অভিযোগে জানা যায়, কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় আহমদীয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী একটি সুন্নী মাহফিল আয়োজন করে স্থানীয় একটি গ্রম্নপ। আগামী শুক্র ও শনিবার মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই মাহফিলে প্রধান অতিথি করা হয় কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরীকে এবং সভাপতি করা হয় সাবেক এমপি মোস্তাফিজ ও তার চাচা রশিদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ হারুন রশিদকে।

1

এতে বর্তমানে ওই এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত রয়েছে। যে কোন মুহূর্তে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছে স্থানীয়রা।

ইউপি সদস্য আবু তালেব বলেন, 'দীর্ঘ ১৭ বছর এসব আ. লীগ নেতা এলাকার সাধারণ মানুষকে নানা নির্যাতন ও অত্যাচার করেছে। মাহফিলে আ. লীগ নেতা অতিথি হওয়ার বিষয়টি আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি। কোনমতে তাদের মাহফিলে আসতে দেব না।'

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।

ইউএনও জামশেদুল আলম বলেন, 'বিষয়টি নিয়ে একটি লিখিত পেয়েছি। আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে ওসিকে দ্রম্নত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে