সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সিদ্ধিরগঞ্জে আদমজীনগর বিহারী কলোনি বাজারে আগুন ১০ দোকান পুড়ে ছাই

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সিদ্ধিরগঞ্জে আদমজীনগর বিহারী কলোনি বাজারে আগুন ১০ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আদমজীনগর বিহারী কলোনি এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার গভীর রাতে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী কলোনি এলাকার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

1

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সীমানা প্রাচীরের কাছে গড়ে ওঠা বিহারী কলোনি কাচা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় মুর্হুতের মধ্যে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানো চেষ্টা করে।

পরে আগুনের সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিস ২টি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এ রির্পোট লেখা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়নি।

তবে অগ্নিকান্ডের ঘটনায় ফল দোকান, চা দোকান, মুদি দোকান ও মাংস দোকানসহ ৮ থেকে ১০টি দোকান পুড়ে গেছে বলে নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে