রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঐশ্বরিক চেতনায় চিত্তবান মানুষ বিনির্মানে সুফিজমের বিকল্প নেই : চবি উপাচার্য

চট্টগ্রাম বু্যরো
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঐশ্বরিক চেতনায় চিত্তবান মানুষ বিনির্মানে সুফিজমের বিকল্প নেই : চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, সুফি গবেষণা ও ভাবাদর্শের বাহিরে ব্যক্তি কোনদিন দিশা খুঁজে পাবে না। ঐশ্বরিক চেতনা ও চিত্তবান মানুষ সমাজ দেশ বিনির্মানে সুফিজমের কোন বিকল্প নেই।

গত রোববার আধ্যাত্মিকতা ও সুফি ভাবাদর্শের মত পথে পরিচালিত ধ্যান গবেষণা মূলক সংগঠন বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

1

ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সুফি গবেষক সাংবাদিক নুর মোহাম্মদ রানার নেতৃত্বে ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে রাষ্ট্রের চলমান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম আকাশ, ফোরামের কেন্দ্রীয় মহাসচিব আবুল হোসেন, যুগ্ম মহাসচিব ইলিয়াস সোহেল,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এ মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী।

চবি উপাচার্যের অফিস কক্ষে মিলিত বৈঠকে ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান নুর মোহাম্মদ রানা চলমান প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে বলেন, 'ইসলামিক রাষ্ট্রে ধর্মের নামে যে ভাবে অধর্ম হচ্ছে তা স্বাধীন দেশের মুসলিম নাগরিক হিসেবে আমাদের লজ্জার। আজ মসজিদ মাদ্রাসা দরবার খানকাহ্‌ ও মাজার শরিফগুলো অনিরাপদ। বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে বিশ্বের সর্ববৃহৎ দেশগুলোর চেয়ে দায়িত্বশীল ও পরিপক্ব। কিন্তু কিছু কুচক্রী মহল দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। সকল নাগরিকদের রাজনৈতিক,ধর্মীয় মত পথ ও আদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু কারো সংস্কৃতি এবং ঐতিহ্যের ভাবাদর্শের উপর আঘাত করা মোটেও কাম্য নয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে