চার জেলায় নানা অপরাধে মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর, নীলফামারীর সৈয়দপুর, নওগাঁর পোরশা ও নাটোরের নলডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের অন্যতম হোতা ও নানা কারণে আলোচিত কাজী মতিনকে (৪০) গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
গত সোমবার চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার মসজিদ সম্মুখের সড়ক থেকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) জুয়েল রেজা তাকে গ্রেপ্তার করেন।
কাজী মতিন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কাজী আবুল হোসেনের ছেলে।
জানা যায়, শহরের চেয়ারম্যান ঘাট মসজিদের সম্মুখের সড়ক থেকে সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জুয়েল রেজার নেতৃত্বে একটি ফোর্স তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে নিয়ে গেলে তিনি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কাজী মতিন জিআর-১৪১/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে মনতাজ আলী (৫২) ওরফে মনতাজ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার শহরের পোড়ারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী দালালিপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
থানা সূত্রানুযায়ী, মনতাজ আলী আন্তঃজেলা চোর ও ডাকাত দলের একজন সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার বিরুদ্ধে নীলফামারী, সৈয়দপুর ছাড়াও পার্শ্ববর্তী রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। ওই সব মামলায় তার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও আছে।
তিনি এতোদিন পলাতক ছিলেন। সোর্সের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে একটি মামলার গ্রেপ্তারি ওয়ায়েন্টমূলে পুলিশ তাকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট বাজার থেকে গ্রেপ্তার করে।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় আব্দুল কাফি (৩৫) ও শাহাজামাল (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কৌশলে কাফির স্ত্রী আনজুয়ারা বেগম(৩০) পালিয়ে যান। গ্রেপ্তাররা হলেন- গোপিনাথপুর গ্রামের মৃত এজাদুল এবং সুহাতি বৌদ্ধপুর গ্রামের মৃত জিলস্নু রহমানের ছেলে।
থানার ওসি শাহীন রেজা জানানি, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ নিতপুর গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ফারজিয়া বেগমের বাড়ির উঠানে থেকে ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারী মুক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোর রাতে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামে মাদককারবারী মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশ। এ সময় তার বাড়ি তলস্নাশি করে ১ কেজি গাঁজা র জব্দ করে। পরে মাদক কারবারী মুক্তাকে গ্রেপ্তার কনরা হয়। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।