সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভৈরবে প্রতিবেশীর ওয়্যারড্রোবে মিলল নিখোঁজ শিশুর মৃতদেহ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
ভৈরবে প্রতিবেশীর ওয়্যারড্রোবে মিলল নিখোঁজ শিশুর মৃতদেহ

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজ সাহাল (০৩) নামের এক শিশুর মরদেহ প্রতিবেশী নাড়াটিয়া হাছানের ওয়্যারড্রপের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউলস্নাহ বাবুর ছেলে।

মঙ্গলবার ভোর রাতে শহরের পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পিছনের দিল মোহাম্মদের বাসায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাসার ভাড়াটিয়া হাছান মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নিহত শিশুর মা মোমেনা বেগমকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে।

1

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাহাল আহম্মেদ উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের কাতার প্রবাসী সানাউলস্নাহ আহমেদ ও মোমেনা বেগম দম্পতির ছেলে। পিতা সানাউলস্নাহ আহমেদ কাতার প্রবাসী। পৌর শহরের পঞ্চবটি দ্বীন মোহাম্মদ মিয়ার বাড়িতে শিশুটি নিয়ে তার স্ত্রী মোমেনা একা থাকতেন। গত সোমবার মাগরিবের নামাযের সময় মায়ের সঙ্গে তার ছেলে সন্তান সাহাল একত্রে নামায আদায় করে। নামায শেষে বাসায় বিদু্যৎ চলে যায়। তারপরই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার খোঁজ পাওয়া যায়নি। পরে থানায় জিডি করেন শিশুর মা। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে নিখোঁজ শিশুর সন্ধান করতে পাশ্ববর্তী ভাড়াটিয়ার রুমের তালা ভেঙে তলস্নাশী চালায়। এক পর্যায়ে ভাড়াটিয়ার বাসায় থাকা ওয়্যারড্রপের ভেতরে মুখে স্কচটেপ পেঁচানো নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার কওে পুলিশ।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, 'শিশুটি নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কিছু আলামতের ভিত্তিতে পাশ্ববর্তী ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে তলস্নাশি চালাই। তলস্নাশির সময় তার বাসার তালাবন্ধ ওয়্যারড্রপে মুখে স্কচটেপ পোঁচানো অবস্থায় শিশু সাহালের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে শিশুর মা মোমেনা বেগমের সঙ্গে পাশ্ববর্তী ভাড়াটিয়া হাছান মিয়ার পরকীয়া ছিল। এর জেরে শিশুটিকে জিম্মি করে শ্বাসরোধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে