ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এদিরেক, নাটোরে অভিযান চালিয়ে দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
ফেনী প্রতিনিধি জানান, ফেনী নদীতে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে গণমাধ্যমে বালু খেঁকো ভূমি দসু্যদের নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রচারিত হয়। কিছুদিন বন্ধ থাকার পর আবারো শুরু হয় অবৈধ বালু উত্তোলন। বালু উত্তোলন বন্ধে মঙ্গলবার বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। ছাগলনাইয়ার সোনাপুর এলাকা থেকে ৪০টি অবৈধ বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়। ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন জিপস্নাসের নির্দেশনায় বিজিবির অলিনগর ক্যাম্পের ইনচার্জ শওকত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে উপজেলার ধানাইদহ এলাকায় আরএস ব্রিক্সে দেড় লাখ এবং আটঘড়ি এলাকায় কলমতার ব্রিক্সে এক লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন।
জানা যায়, পরিবেশ বিধিমালা লংঘনের অভিযোগে সেনাবাহির সহায়তায় ওই দুই ভাটায় অভিযান চালায় আদালত। এ সময় আরএস ব্রিক্সের মালিক ইকবাল হোসেন রাজু অনুপস্থিত থাকায় তার ম্যানেজার সোহেল রানা জরিমানার টাকা পরিশোধ করেন। অন্যদিকে কলমতার ব্রিক্সে কলমতার আলী নিজেই উপস্থিত থেকে জরিমানার টাকা পরিশোধ করেন।