সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নীলফামারীতে উদ্ধার হওয়া চারটি শকুনকে পাঠানো হলো দিনাজপুরে

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
নীলফামারীতে উদ্ধার হওয়া চারটি শকুনকে পাঠানো হলো দিনাজপুরে

নীলফামারীর চার স্থান থেকে উদ্ধার হওয়া চারটি হিমালায়ন জাতের শকুনকে দিনাজপুর বন বিভাগের নিবির পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী থেকে শকুনগুলো পাঠানো হয়।

সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী সুত্র জানায়, গত ২৭ ডিসেম্বর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ও খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি এলাকা এবং ২৮ ডিসেম্বর জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই মাঝাপাড়া ও পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী কোরানী পাড়া এলাকা থেকে উড়তে অক্ষম অবস্থায় হিমালায়ন জাতের চারটি শকুন উদ্ধার করা হয়।

1

উদ্ধার হওয়া এসব শকুনকে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারীতে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দিনাজপুর বন বিভাগের শিংরা শকুন রেসকিউ সেন্টারের নিবির পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, উড়তে অক্ষম এসব শকুন দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে শকুনগুলো নিয়ে আসা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে