ইংরজি নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে বুধবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন ঘোষণা করবেন।
দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় মেলাটি প্রতিবছরের শুরুর দিন উদ্বোধন করা হয়। বছর কয়েক থেকে এটি হচ্ছে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)।
মঙ্গলবার সকালে রপ্তানি উন্নয়ন বু্যরোর পরিচালক (নীতি ও পরিকল্পনা) আবু মোখলেছ আলমগীর হোসেন বলেন, 'আমাদের সবরকম প্রস্তুতি চলছে।' বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন বু্যরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এবারের আসরটি হবে ২৯তম; বাংলাদেশসহ মোট আটটি দেশ এতে অংশ নিচ্ছে।
আলমগীর হোসেন জানিয়েছেন, মেলায় ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। আর বাকি ১১টি স্টল থাকবে সাতটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে 'অনাকাঙ্িক্ষত ও অপ্রীতিকর ঘটনা' এড়াতে অতিথিদের ছবিসহ প্রাতিষ্ঠানিক বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করেছে রপ্তানি উন্নয়ন বু্যরো।
প্রতিবারের মত এবারও মেলায় দর্শনার্থীদের পরিবহন সুবিধা দিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাস চলাচল করার কথা আগেই বলা হয়েছিল।