মাদারীপুরের শিবচরে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ এর সাথে শিবচর প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, সিনিয়র সহ-সভাপতি মো. খলিল মিয়া, সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোলস্না, আহসান হাবীব। সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মোড়ল, কোষাধ্যক্ষ এস.এম দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক শাহীন বিন আনিছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মশিউর কাজী, আইন বিষয়ক সম্পাদক মো. রাহাত হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকি, কার্যকরী সদস্য মো. গোলাম মাওলা, সদস্য সূর্য মিয়া, সিয়াম হোসেন প্রমুখ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবাগত ওসি মো. রতন শেখ বলেন, আমি ৬ জানুয়ারি রাতে থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। শিবচর উপজেলার এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ কমে যাবে। এসময় নবাগত ওসি শিবচর উপজেলার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।