রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শিবচরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
শিবচরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাদারীপুরের শিবচরে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ এর সাথে শিবচর প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, সিনিয়র সহ-সভাপতি মো. খলিল মিয়া, সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোলস্না, আহসান হাবীব। সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মোড়ল, কোষাধ্যক্ষ এস.এম দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক শাহীন বিন আনিছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মশিউর কাজী, আইন বিষয়ক সম্পাদক মো. রাহাত হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকি, কার্যকরী সদস্য মো. গোলাম মাওলা, সদস্য সূর্য মিয়া, সিয়াম হোসেন প্রমুখ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবাগত ওসি মো. রতন শেখ বলেন, আমি ৬ জানুয়ারি রাতে থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। শিবচর উপজেলার এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ কমে যাবে। এসময় নবাগত ওসি শিবচর উপজেলার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে