বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সম্মেলন অনুষ্ঠিত

ম বাগেরহাট প্রতিনিধি

1

২০২৪ সালের ব্যবসায়িক অর্জন ও ২০২৫ সালের পরিকল্পনা বিষয় নিয়ে অগ্রনী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মিঠাপুকুর পাড় এলাকায় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা আঞ্চলিক মহাব্যবস্থাপক নুরুল হুদা। ব্যাংকের বাগেরহাট অঞ্চলিক প্রধান সহকারী মহাব্যবস্থাপক বিপুল মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপক রাফিউল কবীর।

শীতবস্ত্র বিতরণ

ম বিরামপুরে (দিনাজপুর) প্রতিনিধি

২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের পক্ষথেকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্ত এলাকার ভাইগড় কোম্পানী সদরসহ ব্যাটালিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন বিওপিতে শীতার্ত ও দুঃস্থদের সাড়ে তিনশ' শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ব্যাটালিয়নের ভাইগড় কোম্পানী সদরের মুল গেইটে উন্মুক্ত মঞ্চে ২০ বর্ডার গার্ড বাংলাদের (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনায়ক লে. কর্ণেল নাহিদ নেওয়াজ সীমান্ত এলাকার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর ও জোতবানী ইউনিয়নের কসবাসাগরপুর, নিশিবাপুর ও জগনাতপুরের গরীব, অসহায় ও দুঃস্থ বৃদ্ধ,বৃদ্ধা, মানসিক প্রতিবন্ধিদের হাতে শীত বস্ত্র কম্বল তুলেদেন।

সচেতনতামূলক সভা

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্তে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিজিবি মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধানুয়া কামালপুর বিওপির কোম্পানী কমান্ডার আনজু মিয়া। এছাড়াও কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলাধীন সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোলস্নারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর ও বালিয়ামারী এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলাধীন বাঘারচর, পাথরেরচর, ঝাউডাংগা ও সাতানীপাড়া বিওপি'র নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়।

স্বাস্থ্যসেবা ক্যাম্প

ম বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। এ সময় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. সারোয়ার জাহান উপস্থিত ছিলেন।

ওরস সমাপ্ত

ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বাৎসরিক ওরস ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে এ ওরস। বুধবার পীরের রওজা জিয়ারত শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল ওয়াইসি।

বৃত্তি প্রদান

ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি

দাউদকান্দিতে বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন'র উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান অনুষ্ঠান দাউদকান্দি উপজেলা হলরোমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ড. জহিরুল ইসলাম খান। ইউএনও নাঈমা ইসলামের সভাপতিত্বে ও বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশনের সদস্য ছুফিউলস্নাহ ভূঁঞার পরিচালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক,প্রাথমিক শিক্ষা অফিসার আহসান।

বই মেলা উদ্বোধন

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা স্মৃতিসৌধ চত্বরে মেলা উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। পরে ধামইরহাট লোক সাহিত্য কেন্দ্রের সদস্য সচিব ও সাংবাদিক মুমিনুল ইসলামের সঞ্চালনায় ও ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী, প্রকল্পবাস্তবায়ন কর্তকর্তা মনসুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সীমান্ত পেরিয়ে ভারতে

অবৈধ অনুপ্রবেশ বিএসএফের হাতে বাংলাদেশী আটক

ম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের পর ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

ভারতের অভ্যন্তরে 'বড়বিলস্না' নামক স্থানে হতে বিএসএফ ক্যাম্পের টহলদল বাংলাদেশী নাগরিক মানসিক ভারসাম্যহীন আলিমুল রহমান (৪৫), পিতা-ডা. রহমান, জেলা-খুলনাকে আটক করে। ঘটনার সংবাদ প্রাপ্তির পর বেউরঝাড়ী বিওপি কমান্ডার কর্তৃক ১৫২/বড়বিলস্না বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে বিএসএফ ঘটনার সত্যতা নিশ্চিত করে।

বিজিরি অধিনায়ক লে. ক. তানজির আহমেদ জানান, রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে ওই বাংলাদেশীকে আটক করে নিয়ে যায় বিএসএফ। সেই বাংলাদেশীকে ফেরত নেবার জন্য যোগাযোগ করা হচ্ছে।

ঈদগাঁও-ঈদগড়

সড়কে সাংবাদিকের হাত-পা বেঁধে মোটর সাইকেল ছিনতাই

ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে স্থানীয় সাংবাদিক জাফর আলম জুয়েলকে হাত-পা বেঁধে রেখে তার ব্যবহৃত মোটর সাইকেলসহ সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে একদল ডাকাত। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

সাংবাদিক জাফর আলম জুয়েল জানান, মেয়ের বিয়ের কাজকর্ম সেরে ঈদগাঁও থেকে বাড়ি যাওয়ার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিসের পরে হিমছড়ি ঢালায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল কাটা গাছ ফেলে ব্যারিকেড দেয় এবং মোটর সাইকেল গতিরোধ করে। এরপর তাকে হাত-পা বেঁধে তার ব্যবহৃত মোটর সাইকেল, টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পরেই সোহেল নামের চালকের ভাড়ায় চালিত আরেকটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত করা হবে।

মনপুরায় মেঘনায় জেলে নিখোঁজ, উদ্ধারে কাজ করছে ডুবুরি দল

ম মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে গিয়ে এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে ইতোমধ্যে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মনপুরায় এসে পৌঁছেছে। কাজ শুরু করলেও মেঘনার স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ডুবুরি টিম।

মঙ্গলবার বিকালে উপজেলার হাজীরহাট সী-ট্রাক ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই নিখোঁজের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারের জন্য মনপুরা কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৪ ঘণ্টা ব্যাপী তলস্নাশী চালালেও নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় বেহুন্দি মালিক আলামিন, ফরিদ, জাকির, সুজন, রহমান, শাহে আলাম জানান, নিখোঁজ জেলে মো. মোস্তফা (৪৫) উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মুজাম্মেল হকের ছেলে। মঙ্গলবার বিকেল ৩টায় মোস্তফা বেহুন্দি জাল বসানোর জন্য নদীতে যান। দীর্ঘ সময় নৌকাতে কোন মানুষ দেখতে না পেয়ে জেলেদের সন্দেহ হয়। তখন জেলেরা গিয়ে খালি নৌকাটি উদ্ধার করলেও জেলে মোস্তফাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ইউএনও পাঠান মো. সাইদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্গাপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দণর্সাপুরে দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক তপন কুমার সাহা, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাদেক, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক সুফিয়া আক্তার খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী প্রমুখ।

কুমারখালীতে বিতর্ক প্রতিযোগিতা

ম কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার কুমারখালী পৌর শিশু পার্ক থেকের্ যালী শুরুর মধ্য দিয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আনংষ্ঠানিকতা শুরু করে। অনংষ্ঠানে মডারেটর ছিলেন ইউএনও এস এমন মিকাইল ইসলাম। বিচারক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী নাজনীন সুমনা।

মতবিনিময় সভা

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বরোড মোড় বিএনপি কার্যালয়ে এ সভা হয়। এ সময় বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, আলমগীর কবীর, আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জমান রিপন, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোলস্না রাজু আহম্মেদ, যুবনেতা শেখ খালিদ হোসেন, এমএম বাঁধন, শেখ খালিদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মইন উদ্দিন মেরু প্রমুখ উপস্থিত ছিলেন।

আর্থিক অনুদান

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

মাইজভান্ডার দরবার শরীফে আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা,বিশ্বসমাদৃত মাইজভান্ডারী ত্বরিকার মহান প্রবর্তক গাউসুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উলস্নাহ (ক.) এর মহান ওরশ শরীফ ১০ মাঘ স্মরণে কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ নির্দেশিত ১০ দিন ব্যাপি অনুষ্ঠানে ১ম দিনের অনুষ্ঠান আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কতৃক ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত গাউসুলআজম মাইজভান্ডারী ইবাদতগাহর সোমবার উদ্বোধন ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

কর্মী সম্মেলন

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শাখার জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর শাখার জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এস এম মাইনুদ্দিন কমিউনিটি সেন্টারে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন পারভীনের সভাপতিত্বে এবং জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রিতার সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি শিরীন আক্তার এবং যুগ্ম সম্পাদক রাশিদা সুলতানা।

কম্বল বিতরণ

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে প্রতিবছরের ন্যায় এবারও সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান পুলিশের ঢাকা গুলশান বিভাগের ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদ। তার সার্বিক সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী ও শারিরিক প্রতিবন্ধী বৃদ্ধ পুরুষ-মহিলা ছিন্নমুল অসহায় এবং এতিম খানার শীতার্ত মানুষদের মাঝে ২শ' কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার গৌরীপুর রেল স্টেশন প্রাঙ্গনে দৃষ্টি প্রতিবন্ধিদের কার্যালয় সামনে থেকে কম্বল বিতরণ করা হয়।

উৎসবর্ যালি

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে তারুণ্যের উৎসবর্ যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ করেন। মঙ্গলবারর্ যালি বের করা হয়।র্ যালিতে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ, রানীগঞ্জ আদর্শ বিদ্যা নিকেতন, রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ, রানীগঞ্জ বালিকা বিদ্যালয়, রানীগঞ্জ মহিলা কলেজ, রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা, রানীগঞ্জ সেন্ট্রাল প্রি-ক্যাডেট স্কুল এবং নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন।র্ যালীটি রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা অভিযান

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বর্জ্যশূন্যতার প্রচার এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও হাসান বিন মুহাম্মাদ আলী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শিমুল বাড়াল, পলস্নী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের অফিসার আলতাফ হোসেন, ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠিত

ম প্রতিনিধি (রাঙামাটি) জুরাছড়ি

রাঙামাটির জুরাছড়ি উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কাব্বারী, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবি উলস্নাহ মতবিনিময় করেছেন। বুধবার উপজেলা সম্মেলন কক্ষে সভায় ইউএনও জিসান বিন মাজেদ, রাঙামাটি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টিন সিফাতসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে