বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
তিন জেলায় ভিন্ন দাবিতে বিক্ষোভ

বর্ধিত ভ্যাট প্রত্যাহার দাবিতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
বর্ধিত ভ্যাট প্রত্যাহার দাবিতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন
রাজশাহীর বর্ধিত ভ্যাট প্রত্যাহার দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন -যাযাদি

বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি প্রত্যাহার দাবিতে রেস্তোরাঁ ব্যবসায়ীরা স্মরকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রাজশাহী, দিনাজপুরে ও গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়। এদিকে, ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদ, নীলফামারীর সৈয়দপুরে নববধূর হত্যাকারীর ফাঁসি ও চট্টগ্রামের স্বন্দীপে নৌরুটে অনিয়ম সেচ্ছাচারিতা নিরাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

রাজশাহী অফিস জানান, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ আটদফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর রেস্তোরাঁ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী জেলা রেস্তোরাঁ মালিক সমিতি।

1

মানববন্ধনে রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলেন, সরকারকে ভুল তথ্যদিয়ে ব্যবসায়ীদের উপর ভ্যাট ৫ শতাংশ হতে বাড়িয়ে একলাফে ১৫ শতাংশ করেছে, যা ভুল সিদ্ধান্ত। করোনার পর হতে ব্যবসার অবনতি অব্যাহত আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এ সময় এমন ভ্যাট বাড়িয়ে দেওয়া দু:খজনক।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি ও রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, যুগ্ম সম্পাদক আবু তাহের, সহযুগ্ম সম্পাদক রাশেদ ইসলাম, আইটি সম্পাদক নবিলা নওরিন, উপদেষ্টা এহসানুল হোদা দুলু। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা তাদের আট দফা দাবি তুলে ধরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি দেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় একযোগে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষ, সহ সাধারণ সম্পাদক সমর ঘোষ, কোষাধ্যক্ষ বোরহান উল গনি বাবু, দুলাল সাহা, আজগর আলী, আশরাফুল ইসলাম বাচ্চু ও মো. নেহাল।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কেন্দ্রীয় রেস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি আসিফ মাহমুদ তমাল, কেন্দ্রীয় সদস্য বাবুলাল চৌধুরী, সংগঠনের জেলা শাখার সভাপতি তাবারক হোসেন, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, সদস্য কাজী নাজমুল হাবীব তমাল, গোলাম রব্বানী, আবুল কালাম আজাদ প্রমুখ।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মনজুরুল ইসলামের (৫৬) ওপর অতর্কিত হামলা হয়েছে। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৃহস্পতিবার শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীর ফাসির দাবিতে সৈয়দপুরের বিউটি পারলার মালিক সমিতি ও সচেতন নারী সমাজের উদ্যোগে বুধবার সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে বিউটি পারলার মালিক সমিতির সদস্য ছাড়া সমাজের বিভিন্ন স্তরের নারী-পুরুষরা অংশ নেন।

নিহত নববধূ মুক্তা স্থানীয় একটি বিউটি পারলারের কর্মী ছিলেন। বিয়ের ১৭ দিন পর গত ৫ জানুয়ারি তার মরদেহ পৌরসভার কাজীহাট এলাকার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়। এদিন তার স্বামী মোহাম্মদ রানাকেও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী রানার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত গৃহবধূ মুক্তা সৈয়দপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কুন্দলের মৃত নান্নুর মেয়ে।

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সন্দ্বীপবাসির প্রাণের দাবি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত উমুক্ত নৌ-পথকে বাঁধাগ্রস্ত করায় জগলুল হোসেন নয়নের ইজারা বাতিল এবং অরাজকতা, সিন্ডিকেট ও অনিয়ম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করছে আমরা সন্দ্বীপবাসি। গুপ্তছড়া ঘাটে বিআইডবিস্নউটিএ জেটির মুস্তাফিজুর রহমান কাউন্টারের সামনে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নাছিরুল কবির মনির তালুকদার, সন্দ্বীপ মেরিন সার্ভিসের এমডি লায়ন নাছির উদ্দীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে