গিন জেলায় অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। আগুনে গাজীপুরে পুড়েছে ৬টি ঝুট গুদাম, হবিগঞ্জের লাখাইয়ে মাদ্রাসার অফিসকক্ষসহ বাজারের ৮ ব্যবসা প্রতিষ্ঠান ও কুমিলস্নার লাকসামে ৯টি বসতঘরসহ পুড়ে ছাই হয়ে যায়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারি-
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ির পারিজাত এলাকায় আগুনে পুড়ে গেছে ৬টি ঝুটের গুদাম। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর চারটার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
স্থানীয়রা ও দমকল বাহিনী জানায়, ভোট ৪টায় পারিজাত এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় টিন শেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আশপাশের আরও ৫টি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে আগুনে ঝুটের ৬টি গুদাম পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদু্যতিক শর্ট সার্কিট হয়ে আগুনে সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে এক রাতে আগুনে পুড়ে আটটি ব্যবস্যা প্রতিষ্ঠান ও মাদ্রাসার অফিসকক্ষ ছাই হয়ে গেছে। বুধবার রাত আটটার দিকে উপজেলার বুলস্না ইউনিয়নের ভরপূর্ণি দাখিল মাদ্রাসায় এবং রাত ১২টার দিকে উপজেলার মোড়াকরি বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৈদু্যতিক শর্টসার্কিট থেকে ভরপূর্ণী মাদ্রাসায় অগ্নিপাতের সুত্রপাত ঘটে এবং মোড়াকরি বাজারে হাফেজ কুতুব মিয়ার মার্কেটে থাকা ধোপার দোকানে আগুন লাগে। এতে মাদ্রাসার অপিসকক্ষ এবং ওই বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ন ভস্মীভূতসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার লাকসামে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে হামিরাবাগ গ্রামের আমিরুল ইসলাম ও তার চাচাতো ভাইসহ তিনটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ ৯টি ঘর মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা রান্নাঘরে গ্যাস সিলেন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে তারা দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন এবং পাশ্ববর্তী ঘরগুলো রক্ষা করতে সক্ষম হন।