বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
৩ জেলায় অজ্ঞাত নারীসহ তিন মরদেহ উদ্ধার

গৌরনদীতে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশু খুন

স্বদেশ ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
গৌরনদীতে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশু খুন
গৌরনদীতে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশু খুন

বরিশালের গৌরনদীতে দাদা বাড়িতে বেড়াতে এসে এক শিশু খুন হয়েছে। অন্যদিকে, পটুয়াখালীর বাউফলে দুইদিনের ব্যবধানে আরও এক অজ্ঞাত লাশ উদ্ধার, পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃতু্য ও শরীয়তপুরের জাজিরায় পদ্মানদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

বরিশাল অফিস জানায়, বরিশালের গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো ৫ বছরের শিশু সাফওয়ান। গত বুধবার নিখোঁজের পর বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ বাড়ির পেছনের ডোবা থেকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

1

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানান, ঢাকা থেকে বরিশালের গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে দাদা বাড়ি বেড়াতে আসে শিশু সাফওয়ান (৫)। বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির দাদা বারেক শিকদার বাদি হয়ে ওই দিনই গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে স্থানীয় মুসলিস্নরা মান্না বেপারীর বাড়ির পেছনে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নিহত শিশু সাফওয়ান উপজেলার হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে। এ ঘটনায় নিহতর পিতা বাদি হয়ে গৌরনদী থানায় হত্যা মামলা করেছেন।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফলে দুই দিনের ব্যবধানে খাল থেকে ভাসমান আরও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কনকদিয়া ইউনিয়নে কুম্ভুখালী খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, লাশ উদ্ধারের করার সময় পকেটে একটি কাগজ পাওয়া গেছে। তাতে লেখা আছে আবদুলস্নাহ, সিরাজগঞ্জ। সেই সূত্র ধরে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলায় মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয় পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।

কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্রে তার নাম ছিল শ্যামল চন্দ্র দে (৫৫)। তিনি বরিশালের কাউনিয়া এলাকার জীবন চন্দ্রদের ছেলে।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে সিনহা আক্তার মাইসা খাতুন (২২ মাস) নামের শিশু কন্যার মৃতু্য হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটে। শিশুটি পৌরসদরের মধ্য ভদ্রপাড়ার জমিস উদ্দিনের মেয়ে।

জানা গেছে, বাড়ির সামনে রেলপথ সংলগ্ন একটি পুকুরে মাইসা তার মাকে খুঁজতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে পুকুরের পানিতে তার জামা ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে মৃতপ্রায় অবস্থায় পানি থেকে উদ্ধার করে স্বজনরা। এরপর ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর পার্শ্ববর্তী পদ্মানদীর মাঝীরঘাট এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে।

জানা যায়, দুপুরে মাঝীরঘাটের পশ্চিম প্রান্ত থেকে একটু সামনে পদ্মানদীর পারে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়িকে জানায়। নৌ-পুলিশের সদস্যরা পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশকে নিয়ে লাশটি উদ্ধার করে। পরে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি থেকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশটিকে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে সাদা পাজামা, সাদাকালো স্টেপ গেঞ্জি ও লাল রংয়ের ফুল হাতা কাটিকেন/সোয়েটার ছিল।

মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর সাইফুল আলম বলেন, লাশটি উদ্ধার করে পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি অপমৃতু্য মামলা দিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে