বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশি অস্ত্র-গুলিসহ চার জেলায় ৭ জন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিদেশি অস্ত্র-গুলিসহ চার জেলায় ৭ জন গ্রেপ্তার
বিদেশি অস্ত্র-গুলিসহ চার জেলায় ৭ জন গ্রেপ্তার

বিদেশি অস্ত্র,গুলি ও মোটর সাইকেলসহ চার জেলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফরিদপুর, কুষ্টিয়ার ভেড়ামারা, কক্সবাজারের ঈদগাঁও এবং রাঙামাটির রাজস্থলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের কানাইপুরে আলোচিত ওবায়দুর খান (২৮) হত্যা মামলায় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাভ হুসাইন (৫৪)সহ দুইজনকে গ্রেপ্তার করেছের্ যাব। গ্রেপ্তার অপার আসামি একই ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামের বাসিন্দা জাহিদ শেখ(৪০)। তারা দুজনেই হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

1

বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করের্ যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনর্ যাব-১০ ফরিদপুর ক্যাম্পের স্কট কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আলী আরশাদ। তিনি জানান, হত্যাকান্ডের পর গ্রেপ্তার আসামিরা আত্মগোপনে চলে যান। প্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার বিকালে নিহত ওবায়দুর খানকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০-১৫ জনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে খায়রুজ্জামান খাজাকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উলেস্নখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন ওবায়দুরের বাবা বিলস্নাল খান।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বিদেশি অস্ত্র, এক রাউন্ড গুলি, দুইটি মোটর সাইকেলসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সবুজ আলী (২৮), আপন আলী (২২), সাকিবুল হাসান শোভন (২১) ও নুরুন্নবী প্রামানিক (৩৫)। তারা ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বুধবার রাতে পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়ার এলাকার বকুল হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের উপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা করে। তিনি একই ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা সোনা আলীর ছেলে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। তারা সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্র, ২টি মোটর সাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করে।

কক্সবাজার ও ঈদগাঁও প্রতিনিধি জানান, পূর্ব শক্রতার জেরে নিজের দুই শ্যালককে এসিড নিক্ষেপের মামলার পাশাপাশি অনিয়মের অভিযোগে পুলিশ থেকে চাকরিচু্যত কনস্টেবল নিখিল বড়ুয়া গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল আলিফ ইন্টারন্যাশনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কক্সবাজার পরিদর্শক সুনীল দাস। গ্রেপ্তার নিখিলের বিরুদ্ধে শুধু এসিড নিক্ষেপ নয়, পুলিশে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন যুবককে ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল অনেক আগে থেকে। তার ফাঁদে পা দিয়ে অনেকে হারিয়েছেন মূল্যবান সময়। হারিয়েছেন লাখ লাখ টাকা। হয়েছে সর্ব শান্ত।

কক্সবাজার জেলার ভ্রমণ প্যাকেজ সিআইডির পরিদর্শক সুনীল দাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হোটেল আলিফ ইন্টারন্যাশনালের ৬০৯ নাম্বার কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রামু ফতেখাঁরকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড হাজারীকুল বড়ুয়া পাড়ার বাসিন্দা।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি টিটু রাম দেকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার প্রতিক দের ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গত বুধবার রাতে পুলিশ বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি টিটু রামকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে