বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পাঁচ জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামে ফিটনেসবিহীন ৬ যানকে জরিমানা আদমদীঘিতে ৬ মাদকসেবীর কারাদন্ড সাত ইটভাটা মালিককে জেল-জরিমানা
স্বদেশ ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
পাঁচ জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পাঁচ জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তিন জেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোলার মনপুরা, নীলফামারীর সৈয়দপুর ও সাতক্ষীরার শ্যামনগওে এ অভিযান চালানো হয়। এদিকে, চট্টগ্রামে ফিটনেসবিহীন ৬ যানকে জরিমানা ও বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয়জনের জেল-জরিমানার সাজা দেওয়া হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত-

চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় ফিটনেসবিহীন ৬টি যানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।

1

বিআরটিএ জানিয়েছে, প্রায় চার ঘণ্টা ধরে পরিচালিত ওই অভিযানে ৬টি মামলা হয়েছে। এর মধ্যে ফিটনেসবিহীন বাস, রাইডার ও লেগুনা রয়েছে। এসব মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্‌। সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত বুধবার সন্ধ্যায় এসিল্যান্ডও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- নওর্গা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের জমশের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন (২৮)। আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির দুর্গাপুর গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আইজুল ইসলাম (৩৫), ছাতিয়ানগ্রামের টিপুর ছেলে আব্দুল মোমিন (২০), সান্তাহার সাহব পাড়ার ছবেদ আলীর ছেলে পলাশ (৩০) ও বশিপুর গ্রামের বাছের আলীর ছেলে বায়েজিদ ইসলাম (৫৫)।

মনপুরা (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় দুইটি অবৈধ ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে লাইসেন্স না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেষ দেওয়া হয়েছে ইট ভাটা দুটোকে। ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও বন্ধের নির্দেশ দেন।

গত বুধবার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত মনপুরা ব্রিকস ও এসআরএস ব্রিকস নামক ইটভাটা দুটোকে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটা দুটোর চুলিস্ন ভেঙে পানি দিয়ে চুলার আগুন নিভিয়ে দেয়। সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার মালিকানাধীন মনপুরা ব্রিকসকে ২ লাখ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোলস্নার মালিকানাধীন এসআরএস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমান করে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে ভাটা পরিচালনা করায় ৩ ইটভাটার মালিকের প্রত্যের ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করা হয়। জরিমানা আদায়কৃত ৩জন ভাটা মালিক হলেন-উপজেলার বোতলাগাড়ি শ্বাসকান্দর এলাকায় অবস্থিত এমবিবিব্রিকসের মালিক জাহাঙ্গির ইসলাম, বাইপাস মহাসড়ক সংলগ্ন এসএ ব্রিকসের মালিক আব্দুস সামাদ ও এবিএল ব্রিকসের মালিক নারজুমেরা খাতুন।

জানা যায়, ইটভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানি চন্দ। অভিযানে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুলস্নাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে অংশ নেন।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে দুই ইটভাটাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার রামজীবনপুর এলাকায় অবস্থিত এইচডি ব্রিকস ও এমবি ব্রিকস নামীয় ইটভাটাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড আব্দুলস্নাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুর ইসলাম ও শ্যামনগর থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে