'ভয়কে করো জয় বিজয়ী বেশে, লড়তেই হবে স্তন ক্যান্সারের পরাজয়'- প্রতিপাদ্যকে সামনে রেখে, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, বেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সচেতনতা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডা. বিলকিস খাতুন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।