শীতকালীন শাকসবজিতে ভরে গেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজার। স্থানীয় কৃষকদের চাষকৃত শাকসবজি ক্রয় করার আগ্রহ দেখা গেছে ক্রেতাদের মাঝে। শাক সবজির মূল্য অনেকটাই সাশ্রয়ী। বুধবার বিকেলে আড়াইহাজার পৌর বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
বাজারে স্থানীয় কৃষকদের চাষকৃত শাক সবজির মধ্যে রয়েছে লাউ, লাউয়ের পাতা,ধনেপাতা, লাল শাক, পালং শাক, টমেটো, মটর শাক, সরিষার ফুল,কলাই শাক ইত্যাদি। ধনেপাতা প্রতি কেজি ৪০ টাকা থেকে ৬০ টাকা, পালং শাক ৩০ টাকা থেকে ৪০ টাকা, লাল শাক ৩০ টাকা থেকে ৪০ টাকা, কলাই শাক প্রতি পাঁচ আঁটি ২০ টাকা, মটর শাক প্রতি আঁটি ১০ টাকা, সরিষার ফুল প্রতি আটি ১০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
ক্রেতারা জানান, স্থানীয়ভাবে চাষকৃত শাকসবজি আমদানিকৃত শাকসবজির চাইতে কম দামে পাওয়া যায়। তাই তারা কৃষকদের কাছ থেকেই শাকসবজি কিনতে স্বাচ্ছন্দ বোধ করছেন।