চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। বরিশাল, কক্সবাজারের চকরিয়া ও কুষ্টিয়ার দৌলতপুরে একজন করে তিনজনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
বরিশাল অফিস জানান, বরিশালের বাকেরগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। শুক্রবার ভোররাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাস ও ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ট্রাকের চালক মাহাবুব হোসেনকে (৪৫) চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা। মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, বিয়ের তিনদিন আগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির নোমান (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নোমান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার বশির আহমদের ছেলে।
জানা যায়, আগামী ২০ জানুয়ারী তার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের তিনদিন আগেই তিনি দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে এলাকায় ও পরিবারে চলছে শোকের মাতম।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান বলেন, সকালে কক্সবাজারগামী অজ্ঞাত বাসের ধাক্কায় নোমান নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস সনাক্ত করে জব্দের চেষ্টা চলছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। শুক্রবার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা সংলগ্ন বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজ মোড়ের যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী ছাউনির সামনে একটি ট্রাক মোটর সাইকেলের পেছনে ধাক্কা দিলে সোহাগ ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।