বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নিকলী-কুলিয়ারচরে ভেকু ও স্টীল বডি দিয়ে বালু উত্তোলন

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
নিকলী-কুলিয়ারচরে ভেকু ও স্টীল বডি দিয়ে বালু উত্তোলন

কিশোরগঞ্জের নিকলী ও কুলিয়ারচর উপজেলায় ধানী জমি হতে টপ সয়েল মাটি ভেকু দিয়ে কেটে নেওয়ার কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাওরের ধানি জমি গুলোর পার্শ্ববর্তী জমি ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। এর ফলে নিকলী উপজেলার রোদার পুড্ডা এলাকার দুটি ইট ভাটায় ট্রাক দিয়ে প্রতিদিন মাটি নিয়ে যাচ্ছে। এতে করে রোদার পুড্ডার সড়ক ও জনপথের প্রায় ২ কিলোমিটার রাস্তা ভেঙ্গে যাচ্ছে।

ট্রাক ভর্তি মাটির ধুলোয় পথচারীদের চলাফেরা করতে গিয়ে যেমন অসুবিধা হচ্ছে তেমনি ভাবে এসব ধুলোয় গ্রামবাসীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বৃদ্ধরা ইট ভাটার ধুয়ায় নিউমোনিয়া, সর্দি, কাশি, হার্ট দূর্বল হয়ে পরছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।

1

অন্যদিকে, কুলিয়ারচর উপজেলার পৌরসদরের মানিকদী ব্রীজটির এই পাশে এবং অপর পাশে স্টীল বডি নৌকা দিয়ে বালু উত্তোলনের ফলে ব্রীজটি হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। যে কোনো সময় এই ব্রিজটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রামদী, শালুয়া সহ আশে পাশের ইউনিয়নগুলোতে পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার যেন রম রমা ব্যবসা হয়ে দাড়িয়েছে। তারা কারো কাছে কোনো জবাব দিহিতায় করছেন না বলে এলাকায় অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছে দীর্ঘ সময় ধরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে