মতবিনিময় সভা
\হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা নির্মল কুমার সরকার, সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র প্রমুখ।
কম্বল বিতরণ
\হবাগেরহাট প্রতিনিধি
ইনস্টিটিউশন অব ডিপেস্নামা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের অফিসার্স ক্লাব সংলগ্ন আইডিইবির কার্য্যলয় চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা মিয়া। আইডিইবির জেলা সভাপতি খন্দকার আ. সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ কাজী মাহামুদুল কবীর, শাহাজান খান, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও সঞ্চিতা রানী রায় প্রমুখ।
বিজিবির সভা
\হবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান। গত বুধবার উপজেলার ধানুয়া কামালপুর বিজিবি মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধানুয়া কামালপুর বিওপির কোম্পানী কমান্ডার আনজু মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ধানুয়া কামালপুর স্থল বন্দরের আমদানি-রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল সেতু, ইমাম আবদুর রাজ্জাক, আবুল হোসেন, ফুলু মিয়া প্রমুখ।
পিঠা উৎসব
\হবরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন ইউএনও নু এমং মারমা মং। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি ইদ্রিস মিয়া, আবুল খায়ের, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, শিক্ষানুরাগী ইমরান হোসেন, সহকারী অধ্যাপক লাল মিয়া, আবুল বাশার, সরকার শিউলি আক্তার, জহিরুল ইসলাম, মোহাম্মদ মাসুদ মজুমদার, মোহাম্মদ সফিউলস্নাহ, মোহাম্মদ শাহজালাল,দিলীপ চক্রবর্তী, মাধবী সূত্রধর, নাসরিন সুলতানা, আব্দুস সাত্তার প্রমুখ।
জামায়াতের মতবিনিময়
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলন আগামী ২৫ জানুয়ারি বিশ্বরোড ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরবাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত কুমিলস্না উত্তর জেলার সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ। লিখিত বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জি. শামীম সরকার, খন্দকার আবুল বাসার, আবুল কাশেম প্রধানিয়া, মোশারফ হোসেন, শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম জামালপুর প্রতিনিধি
জামালপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা পরিষদ এ কর্মশালা হয়। জেলা পরিষদ মিলনায়তনে ি কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবদুলস্নাহ আল মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম প্রমুখ।
প্রতিযোগিতা অনুষ্ঠিত
ম কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কলাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হাসান প্রমুখ।
সম্মেলন ও কাউন্সিল
ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল কাদের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। নাপিতখালী মদিনা গাড়ির মাঠে আয়োজিত সম্মেলন ও কাউন্সিলে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সি. সহ সভাপতি ছানাউলস্নাহ, আবদু ছালাম, আকতার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছৈয়দ আলম, হারুন রশিদ দাদা, উপজেলা ছাত্রদল সাবেক আহবায়ক নুরুল হুদা নকশা প্রমুখ।
তারুণ্যের উৎসব
ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ফরিদ-আল-সোহানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, পৌর সচিব একেএম হাবিবুলস্নাহ,তরুন নেতা রাহাদ খান অপু প্রমুখ।
আর্থিক সহায়তা
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়াতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শান্ত ও সুমনের পরিবারকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে তার পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পলস্নব মন্ডল প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু। পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাগলা থানা জাসাসের সাবেক সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন, কৃষকদলের সাবেক আহবায়ক আসাদুজ্জামান সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।
প্রতিযোগিতা উদ্বোধন
ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গত বুধবার জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ মো. মহিউদ্দিন। প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও বিমল চাকমা। বিশেষ অতিথি ছিলেন ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ডা. এহছান, সমাজ সেবক বেলাল উদ্দিন প্রমুখ।
কর্মীসভা অনুষ্ঠিত
ম নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যােগে আয়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর থানা পুকুরপার এলাকায় স্থানীয় মিলনায়তনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগরী সদর পূর্ব থানার আমীর মাওলানা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচএম নাসির উদ্দন, মহানগরী কর্ম পরিষদের সদস্য মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
ড্রাইভিং প্রশিক্ষণ
ম পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক ও হেল্পারদের জন্য 'নিরাপদ ড্রাইভিং এবং কাজে নৈতিকতা' বিষয়ে বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন পাবনা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মিনহাজ তোহামী এবং পাবনা বিআরটিএ'র মোটরযান পরিদর্শক এসএম ফরিদুর রহিম।
শীতবস্ত্র বিতরণ
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের শীতার্ত মানুষগুলোর দূর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে মানারাত ট্রাস্ট। এরই অংশ হিসেবে ট্রাস্টের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার জমিরন নেছা দাখিল মাদ্রাসা মাঠে ৩শ' শিক্ষার্থীকে কম্বল বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার সাবেক সভাপতি বজলার রহমান ঝামী ও রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সুপার এটিএম আমিরউলস্ন্যাহ, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্কলারশীপ প্রদান
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে বৃহষ্পতিবার কালীগঞ্জ শহরের বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে এ স্কলারশীপের অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার, আমজাদ আলী ও ফাইজুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান, শহীদ নুর আলী কলেজের সহকারী অধ্যাপক রওশন কবির রনজু, মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আফরোজ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ প্রমুখ।
মতবিনিময় সভা
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদী ও বাবুরহাট দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় ল্যানে উন্নয়ন ও মাধবদী-বাবুরহাটস্থ মূল সড়ককে বাদ দিয়ে বাইপাস রোড বন্ধের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে 'আমরা মাধবদীবাসী'র আয়োজনে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন জজ ভূঞা গ্রম্নপের এমডি ফায়জুর রহমান ভূঞা জুয়েল। সংগঠনটির আহবায়ক আনোয়ার হোসেন আনু ও জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমানত শাহ গ্রম্নপের এমডি হেলাল উদ্দিন, হেরিটেজ রিসোর্টের এমডি মেনহাজুর রহমান রাজু ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট রাসেদুল হাসান রিন্টু প্রমুখ।
মেলা সমাপনী
ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার এবং ৯ম বিজ্ঞান অলিস্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে পুরস্কার তুলে দেন ইউএনও রেদুয়ানুল হালিম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা ইউজিডিপি কর্মকর্তা আছফুল ইসলাম সিদ্দিকী,উপজেলা বিআরডিপি কর্মকর্তা মোস্তফা শাহীন প্রমুখ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।