সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সন্ধানের দাবিতে থানা ভাঙচুরের পরদিন নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সন্ধানের দাবিতে থানা ভাঙচুরের পরদিন নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সন্ধানের দাবিতে থানা ভাঙচুরের ঘটনার পরদিন নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শ্রীনগরের ছয়গাঁও এলাকায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়।

সকাল ১০টার দিকে আসামি সিয়ামের বাড়ির পাশে বিকট গন্ধ পেয়ে জড়ো হন শত শত মানুষ। পরে লাশের অস্তিত্ব টের পেয়ে অভিযুক্তের বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

একপর্যায়ের্ যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উপস্থিতিতে ২২ দিন আগে নিখোঁজ শ্রীনগরের বেলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও অটোচালক ছাত্র রোমান শেখের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহটি সিমেন্টের খুঁটি ও ইটের সঙ্গে বেঁধে পুকুরে কচুরির ভেতরে লুকানোর উদ্দেশে ফেলে রাখা হয় বলে জানায় পুলিশ। এদিকে, গত বুধবার নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানায় হামলা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা।

সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে