বার্ষিক সমাবেশ
\হস্টাফ রিপোর্টার, যশোর
যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহিনীটির খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নূরুল হাসান ফরিদী। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, জেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এফতেখারুল ইসলাম।
পরিচ্ছন্নতা অভিযান
\হইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদল। রোববার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংগঠনের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন ও রাফিজ আহমেদসহ অন্য নেতাকর্মীরা। এসময় দলটির নেতাকর্মীরা প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বর ও মুক্ত বাংলাসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পরিষ্কার করেন।
মেনকেয়ার কর্মসূচি
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত মসজিদ কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে মেনকেয়ার বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, মডেল মসজিদের সুপারভাইজার শহিদুল ইসলাম, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।
মাঠ দিবস
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল আলুর (বারি আলু-৪১ ও বারি আলু-৬২) জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার তালোড়ার দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামানের সভাপতিত্বে ও কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র বগুড়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাজিউল হাসান মন্ডলের পরিচালনায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর এর পরিচালক ড. মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বারি গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছামছুল আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এটিএম তানজিমুল ইসলাম প্রমুখ।
ফুলেল সংবর্ধনা
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে ২০ বছর পর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে শিক্ষক-শিক্ষার্থী ও সমর্থকদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। গত শনিবার ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে তার সফর সঙ্গী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি, কৃষক দল যুবদল, ছাত্রদল সহ-এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কবিতা উৎসব
ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও 'একুশের চেতনা ও জুলাই বিপস্নব' শীর্ষক আলোচনা সভা এবং ভালুকা কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান হয়। কবি-সাংবাদিক সফিউলস্নাহ আনসারীর সভাপতিত্বে এ উৎসবে ময়মনসিংহ ও ভালুকাসহ বিভিন্ন অঞ্চল থেকে আলোচক ও অথিতি কবি হিসেবে অংশ নেন সমাজকর্মী আবুল কালাম আল আজাদ, কবি আরাফাত রিলকে, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাসাস ময়মনসিংহ জেলা সদস্য সচিব, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ।
স্টিয়ারিং কমিটির সভা
ম বারহাট্টা (নত্রকোণা) প্রতিনিধি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে গঠিত বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির ৬ষ্ট সভা রোববার বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ট্রেইনার ও স্টিয়ারিং কমিটির সদস্য তাজ উদ্দিনের সভাপতিত্বে উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলামের পরিচালনায় তাকে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা পাল, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেইনার কহিনুর আক্তার, ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার, প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, নারী নেত্রী রুমানা জাহান ্এ্যানি, সংস্কৃতিকর্মী মানস প্রমুখ আলোচনায় অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি উৎসব এবং প্রথম পূনর্মিলনী উদযাপন -২০২৫ উপলক্ষে স্মৃতিচারণ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ পুনর্মিলনী হয়।
এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় ও সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সস অনুষদ এর ডিন প্রফেসর ড. খন্দকার মো. মোজাফ্ফর হোসেন, মান্দা উপজেলা বিএনপি'র আহবায়ক ও গণেশপুর ইউ'পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং নওগাঁ এ্যাডভোকেট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস প্রমুখ।
যৌথ মহড়া
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর বুড়িঘাটে ভিডিপি ও ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আগুন নেভানো, দ্রত পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিশেষ ক্লাস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান আনসারী, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফায়ার সার্ভিস রাঙামাটি, নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, উপজেলা হিল আনসার পস্নাটুন কমান্ডার আব্দুল আজিজ, বুড়িঘাট ইউনিয়ন দলনেত্রী রিজিয়া বেগম, ভিডিপি পস্নাটুন কমান্ডার নুরুল হক, মিন্টু মিয়া, আব্দুল জলিল, আব্দুল হাই, বুড়িঘাট পূনবার্সন সরকারি প্রাথমিক বিদ?্যালয়ের প্রধান শিক্ষক কলেস্নাল মজুমদার প্রমুখ।
শিক্ষার্থীদের বিদায়
ম মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
মোহনপুরের নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে সকল ছাত্র-ছাত্রীরা। নাকইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কেশরহাট কলেজের সহকারি অধ্যাপক আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। এ বিদ্যালয় থেকে এস.এস.সি পরিক্ষায় ১৩ জন শিক্ষার্থী অংশ নেবেন।
সচেতনামূলক বৈঠক
ম লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদক, ইভটিজিং ও গুজব সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে লৌহজং থানা পুলিশের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লৌহজং থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হলাল, বিদ্যালয়ের শিক্ষকগনসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।
লৌহজং থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ শিক্ষার্থীদের মাদকের ও ইভটিজিংয়ের কুফল সম্পর্কে সচেনতন করেন।
মতবিনিময় সভা
ম কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়া থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলামকে কচুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কচুয়া থানায় এ মতবিনিময় ফুলের সংবর্ধনা ও চা চক্র অনুষ্ঠিত হয়। নবাগত ওসি আজিজুল ইসলামের বাড়ি বরিশাল। তিনি চাঁদপুর নৌপুলিশ থেকে কচুয়া থানায় ওসি হিসাবে দায়িত্ব গ্রহন করেন। অনুষ্ঠানে কচুয়া প্রেস ক্লাবের সেক্রেটারি এম এমদাদুলস্নাহ (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক প্রভাষক এম সাইফুল মিজান(ইনকিলাব), সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হক, সহ সভাপতি মাওলানা আবু হানিফ মো. নোমান, নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, সাংবাদিক মাসুম বিলস্নাহ, ইসমাইল হোসেন বিপস্নব প্রমুখ উপস্থিত ছিলেন।
এডহক কমিটি
ম ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের বকশি শাহ উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিলস্না। এতে অধ্যাপক শাহ আলমকে বোর্ড কর্তৃক এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। রোববার কুমিলস্না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিদর্শক রীতা চক্রবর্তী স্বাক্ষরিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে বকশি শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উলস্ন্যাহকে সদস্য সচিব, আলিম উলস্নাহকে শিক্ষক প্রতিনিধি ও আজিজ আহাম্মদকে অভিভাবক প্রতিনিধি করা হয়।
অফিস উদ্বোধন
ম শেরপুর প্রতিনিধি
শেরপুর শহরের প্রাণকেন্দ্র তিনআনি বাজার-কলেজ মোড়ে জেলা পুলিশের উদ্যোগে সংস্কারপূর্বক জেলা ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার জেলা ট্রাফিক অফিস অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম। উদ্বোধনে কালে জেলা পুলিশ সুপার আমিনুল ইসলামকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান টিআই (প্রশাসন) তারিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলন
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রোববার বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকালে নারী ও বিকালে পুরুষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ড.মাওলানা খলিলুর রহমান মাদানী, খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার, সাতক্ষীরা জেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।
পর্যালোচনা সভা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও এন এম ইসফাকুল কবীর। উপস্থিত ছিলেন ৪টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ৬টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গন ও উপজেলা সমন্বয় কারী অগ্নিশিখা। সভায় সিদ্ধান্ত হয় যেন প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত এর আইন, বিধি, এমতিয্যর বিষয়ে মাইকিং সহ প্রচার প্রচারণার পরামর্শ দেওয়া হয়।
ফরম বিতরণ উদ্বোধন
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা সরকারি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজস্থলী সরকারি কলেজের হল রুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান রুভেল, রাজু আহমেদ, কামাল উদ্দিন, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুবদলের রুভেল, ছাত্রদলের সদস্য মোবারক হোসেন সুজন প্রমুখ।
ক্রেস্ট প্রদান
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উন্নয়ন সংস্হার উদ্যোগে দেলুয়া বাড়ি চরাঞ্চলের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক?্যাম্পেইন ও রক্ত দাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রধান কার্যালয়ে প্রধান নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোলস্না রানার সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাঘাটা থানার ওসি বাদশা আলম। এ সময় সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, উপদেষ্টা, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদি রিজিয়া রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু সাঈদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগদি শহীদ স্মৃতি মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান, রিজিয়া রশীদ সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, ইউপি সদস্য মাসুদুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
অগ্রণী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মহিরুজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, অগ্রণী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক নার্গিস আখতার প্রমুখ।