সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি : আরিফিন শুভ

বিনোদন রিপোর্ট
  ০৫ মে ২০২৫, ১৩:২৬
আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি : আরিফিন শুভ
আরিফিন শুভ

বিরতির পর আবারও অভিনয়ে সরব হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘নীলচক্র’। এছাড়াও মুক্তির মিছিলে আছে ‘নুর’ ও, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ সিনেমাগুলো।

এদিকে, বিগত সরকার পতনের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে শুভকে। কারণ ‘মুজিব’ সিনেমায় অভিনয়। বর্তমানে এই অভিনেতা অবস্থান করছেন ভারতে।

অংশ নিয়েছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজে। সিরিজটি নির্মাণ করছেন সৌমিক সেন। সেখানেই মুখোমুখি হন ওপার বাংলার সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে।

‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণে সরকার পতনের পর শুভকে কোনো সমস্যা পড়তে হয়েছে কি না জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তাহলে কলকাতার এ ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।’

অভিনেতা নিজের রাজনৈতিক অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিছুই করি না। আমার কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই।’

তিনি আরও বলেন, ‘আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি। যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবে আমি বোকা লোকটা, এমন তো নয়। আশা করি, আমি সবটা বোঝাতে পেরেছি।’

সাক্ষাৎকারে শুভ কথা বলেন বিবাহবিচ্ছেদ নিয়েও। অভিনেতার ভাষ্য, ‘বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে।’

সোশ্যাল মিডিয়া ব্যবহার প্রসঙ্গে শুভ জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন না। তবে তার একটা পেজ রয়েছে। এটি তার টিম পরিচালনা করে। তবে সোশ্যাল মিডিয়ার প্রতি তিনি কিছুটা বিরক্ত- এটি প্রকাশ পেয়েছে তার কথায়।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে