সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ঘাটাইলে এক রাতে ৭ জায়গায় চুরি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধ
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
ঘাটাইলে এক রাতে ৭ জায়গায় চুরি

টাংগাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন জায়গায় চোরের উপদ্রপে অতিষ্ঠ এলাকাবাসী। এক রাতে ৭ জায়গায় চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।

শুক্রবার সংঘবদ্ধ চোরের দল গভীর রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া পশ্চিম পাড়া গ্রামে চুরি করে। এতে ৫ পরিবার আর্থিক ক্ষতির সন্মুখীন হয়েছে। ঘাটাইল পৌর এলাকার ৭নং ওয়ার্ডেও বসবাস কারী নেপাল চন্দ্র সুত্রধরের ঘরের টিনের বেড়া কেটে তার স্ত্রী স্বর্নের চেইন নিয়ে যায়। ৬নং ওয়ার্ডে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়ে যায়। সন্ধ্যার পর থেকে গ্রামের রাস্তা ফাঁকা হয়ে যায় চুরি ও ডাকাতির ভয়ে তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না।

এলাকাবাসী জানান চোরের অত্যাচারে থাকাটা দুঃসাধ্য হয়ে পরেছে চোরে অটো, মোবাইল, সোনা নিছে আবার ভাত ও খাইছে। প্রশাসনের কাছে চোর সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী জুয়েল মিয়া (৩৫) জানান, 'আমার বাড়িতে গভীর রাতে চোরে সিধ কেটে ঘরে ঢুকে একটা এন্ড্রয়েড ফোন, একটা বাটন ফোন, ১ভড়ি স্বর্নলংকার ও ১ লাখ টাকা নিয়েছে। চোরে যে অত্যাচার শুরু করেছে এলাকায় থাকা যাবে না। শুধু আমার বাড়িতে না আরও ৪ বাড়িতে চুরি হয়েছে। আমরা নিরাপত্তা চাই।' ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে