সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অজ্ঞাত নারীসহ ৩ জেলায় তিন মরদেহ উদ্ধার

স্বদেশ ডেস্ক
  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
অজ্ঞাত নারীসহ ৩ জেলায় তিন মরদেহ উদ্ধার
অজ্ঞাত নারীসহ ৩ জেলায় তিন মরদেহ উদ্ধার

তিন জেলায় অজ্ঞাত নারীসহ তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রাজশাহীতে অটোভ্যান চালকের, গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর ও চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

রাজশাহী অফিস জানায়, রাজশাহীর পবা উপজেলার বাগসারায় বারনই নদীর পাড় থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের নাম আলতাফ হোসেন (৪৫)। তিনি বাগসারা গ্রামের মনসুর আলীর ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিআ) জানান, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আলতাফ। সকালে নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে জানায়। আলতাফের লাশ যেখানে পড়ে ছিল সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে তার অটোভ্যানটি পাওয়া গেছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে পুর্ব শত্রম্নতার জের ধরে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। তবে কিভাবে তার মৃতু্য হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের ক্ষত পাওয়া যায়নি।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা শহরের রেল স্টেশনের উত্তরে সরকারপাড়া এলাকায় গত রোববার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪৪) এক নারীর মৃতু্য হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা যান। খবর পেয়ে সোমবার সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বালাশীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আব্দুল গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নারীর খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই নারীর পরণে কালো রংয়ের বোরকা, লাল ওড়না ও হিজাব ছিল।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে (আনোয়ারা-বাঁশখালী) আঞ্চলিক সড়কের বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে রাতে গাড়ি থেকে মরদেহ ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। লাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। পরে খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ লাশ উদ্ধার করে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, সড়কে পাশে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে আছে বলে খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা অজ্ঞাত ওই নারীকে হত্যা করে সড়কে পাশে রেখে চলে গেছে কে বা কারা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে