সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে রিমান্ড শেষে ইউপি চেয়ারম্যান লাকমিয়াকে কোর্টে প্রেরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
আড়াইহাজারে রিমান্ড শেষে ইউপি চেয়ারম্যান লাকমিয়াকে কোর্টে প্রেরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে দুই দিনের রিমান্ড শেষে সোমবার কোর্টে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রূপগঞ্জ থেকে গ্রেপ্তারের পর দশ দিনের রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে তুললে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। তাকে শনিবার রিমান্ডে এনে দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে সোমবার পূণরায় কোর্টে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, চেয়ারম্যান লাকমিয়ার বিরুদ্ধে ভূমিদসু্যতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লাক মিয়া চেয়ারম্যান হওয়ার আগেই এলাকার শত শত নিরীহ মানুষের শত শত বিঘা সম্পত্তি জবরদখল করে ভাই ভাই স্পিনিং মিল সহ বেশ কিছু মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছে। এ সমস্ত জবরদখল করা জায়গা জমি নিয়ে অনেক নিরীহ মানুষ মামলা হামলার শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছেন। পরবর্তীতে লাক মিয়া আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর একচ্ছত্র হস্তক্ষেপে বিনা ভোটে পরপর তিনবার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। চেয়ারম্যান হওয়ার পর তিনি এলাকাবাসীর উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন। জবরদখল করতে থাকেন আরো নিরীহ মানুষের জায়গা সম্পত্তি। এ ব্যাপারে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে