সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ধনবাড়ীতে বাস-সিএনজি সংর্ঘষে একজন নিহত

ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাই-সাইকেল আরোহীর মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ০৫ মার্চ ২০২৫, ০০:০০
ধনবাড়ীতে বাস-সিএনজি সংর্ঘষে একজন নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। অন্যদিকে, দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাই-সাইকেল আরোহী নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও সিএনজির দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর নলহরা বাসস্ট্যান্ড এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুলস্নাহ জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ধনবাড়ীর নলহরা এলাকায় পৌঁছলে ঢাকার দিক থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সংর্ঘষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় অটোরিকশা চালকের মৃতু্য হয়।

নিহত চালক বিলস্নাল হোসেন (৩৮) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাকদহ এলাকার জায়েদ আলীর ছেলে। আহতরা হলেন একই উপজেলার সাজাদপুর গ্রামের রস্তম আলীর ছেলে মিস্টার (৪৫) ও সিফার আলীর ছেলে শুকুর আলী (৫২)।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামে এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের মৃত আব্দুল কাফি মিয়ার ছেলে।

মঙ্গলবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার রানীগঞ্জ বাজারের সিংড়া ইউনিয়নের পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ি থেকে বাই-সাইকেলে টিসিবির পণ্য কিনতে আসা আব্দুল বাকী ওই স্থানে পৌঁছলে দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। বাই-সাইকেল আরোহী গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে ঘোড়াঘাট হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে