সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সুজানগরে ইউএনও'র কক্ষে জামায়াত নেতাকে মারধর বিএনপির চার নেতাকে শোকজ

পাবনা ও সুজানগর প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৫, ০০:০০
সুজানগরে ইউএনও'র কক্ষে জামায়াত নেতাকে মারধর বিএনপির চার নেতাকে শোকজ

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ জামায়াতের চার নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিএনপির চার নেতাকে শোকজ করা হয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার জানান, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামানের কক্ষে সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক-ই আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউলস্নাহ বিশ্বাস ও সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা মোস্তাক আহমেদকে মারধরের অভিযোগ ওঠে সুজানগর উপজেলা বিএনপির কয়েক নেতার বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে কেন্দ্রীয় বিএনপির কাছে জানানো হয়। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে অভিযুক্ত সুজানগর উপজেলা বিএনপির চার নেতাকে ২৪ ঘন্টার মধ্যে লিখিত বক্তব্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়।

চার বিএনপি নেতা হলেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মজিবর রহমান,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবু খাঁ, ছাত্রদল সুজানগর এন,এ কলেজ শাখার সভাপতি শাকিল খান, উপজেলা বিএনপি নেতা মানিক খাঁ।

উলেস্নখ্য, গত সোমবার বেলা তিনটার দিকে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানের কক্ষে বিএনপির নেতাদেও হাতে মারধরের শিকার হন উপজেলা জামায়াতের চার নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে