সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
আলফাডাঙ্গা, মধুখালী ও ঈশ্বরদীতে আগুন

দগ্ধ হয়ে বৃদ্ধাসহ দুইজনের মৃতু্য, ১৬ দোকান পুড়ে ছাই

স্বদেশ ডেস্ক
  ০৬ মার্চ ২০২৫, ০০:০০
দগ্ধ হয়ে বৃদ্ধাসহ দুইজনের মৃতু্য, ১৬ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের আলফাডাঙ্গা ও মধুখালী এবং পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মধুখালীতে দগ্ধ হয়ে বৃদ্ধা নিহত আলফাডাঙ্গায় ১০ দোকান পুড়ে ছাই ও ঈশ্বরদীতে একজন নিহত এবং ৬ দোকান পুড়ে যায়। প্রতিনিধি:দের পাঠানো খবরে বিস্তারিত-

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের আলফাডাঙ্গার বানা বাজারে বৈদু্যতিক সর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় উপজেলার বানা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১১টার দিকে বাজারে আগুন দেখে স্থানীয়দের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বুধবার সকালে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন জানান, বৈদু্যতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে অগ্নিকান্ডে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। গত মঙ্গলবার সন্ধার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়া রফিক মিয়ার বাড়িতে সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঘরে নামাজরত অবস্থায় ছমিরন বেগম (৯০) আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান। পরে ৯৯৯ এ ফোন পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদু্যতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া বলেন, আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বৃদ্ধা ছমিরন বেগম নামাজরত অবস্থায় ছিলেন। বাড়িতে অন্য লোক না থাকায় আগুনের বিষয়টা বৃদ্ধা সমিরন বেগম বুঝতে পারেননি, আর এজন্যই তিনি কিছু না বুঝায় আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান।

মধুখালী থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীতে বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৭টি বসতবাড়ি। এ ঘটনায় ১৭টি গবাদি পশুসহ আজেলা খাতুন (৪০) নামে এক মহিলার মৃতু্য হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গৃহস্থ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আজেলা খাতুন (৪০) ওই এলাকার জিয়ারুলের স্ত্রী। এ ঘটনায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে রহমান কাজি, মো. রকিব, কাজি রতন, কাজি জায়েদা, কাজি জিয়ারুল, কাজি মহাবুল ও কাজি মহিরুল মৃধার বাড়ি। আগুন নিয়ন্ত্রনে কাজ করে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও লালপুর ফায়ার সার্ভিসের দুটি দল।

জানা যায়, বুধবার সকাল ১১টায় হঠাৎ আগুনের সুত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে তা দ্রম্নত চারদিকে ছড়িয়ে পরে। এসময় জিয়ারুলের স্ত্রী আজেলা খাতুন তার গোহালে থাকা গরু ও ছাগল বের করতে গিয়ে প্রচন্ড ধোয়ায় গোয়ালেই আটকা পড়েন। জিয়ারুলের ভাই কাজী রকিবের ৫টি ও তার ১২টি ছাগলসহ তার স্ত্রী সেখানেই পুড়ে মারা যান।

ঘটনাস্থল পরিদর্শন করছেন ঈশ্বরদী ইউএনও সুবীর কুমার দাশ, সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বগাসহ ঈশ্বরদী থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে