নেত্রকোনার পূর্বধলায় গত বুধবার উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে খামারী সমিতির মধ্যে বিনামুল্যে ঘাস কাটার মেশিন বিক্রি করা হয়েছে। প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি প্রোডিউসার গ্রম্নপে ৮ মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুলস্নাহ। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এম.এম.এ. আউয়াল তালুকদার, ভেটেরিনারী সার্জন ডা. সারা তৈফুন্নাহার, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুমন মিয়া, মনিটরিং অফিসার দিলরুবা জাহান, পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম।